আমরা অনেকেই ব্ল্যাকহেডস নিয়ে চিন্তিত থাকি, তবে হোয়াইটহেডস সমস্যাও ত্বকের বড় একটি বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। এটি এক ধরনের ব্রণ, যা মূলত ত্বক থেকে নির্গত তেল ও মৃত কোষ জমে রন্ধ্র বন্ধ হয়ে যাওয়ার ফলে সৃষ্টি হয়। ফলে মুখে দেখা দেয় ছোট ছোট সাদা দাগ বা দানার মতো ফোলাভাব, যেগুলো স্পষ্টভাবে চোখে পড়ে।
বিশেষজ্ঞদের মতে, হোয়াইটহেডসের সমস্যা দূর করতে ব্যয়বহুল ওষুধ ব্যবহার না করেও ঘরোয়া কিছু উপায়ে মিলতে পারে কার্যকর সমাধান।
হোয়াইটহেডস দূর করার ঘরোয়া পদ্ধতি
ঘরেই সহজ কিছু উপকরণ ব্যবহার করে আপনি চাইলে এই সমস্যার সমাধান করতে পারেন।
প্রয়োজনীয় উপকরণ:
বেকিং সোডা – ১ টেবিল চামচ
বিজ্ঞাপন
মধু – ১ টেবিল চামচ
লেবুর রস – ১ টেবিল চামচ
ব্যবহারবিধি: এই তিনটি উপাদান ভালোভাবে মিশিয়ে নাকের চারপাশে লাগান। এরপর হালকা ম্যাসাজ করে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। পরে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
উপকারিতা:
বেকিং সোডা: এটি একটি প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট, যা মৃত ত্বক দূর করে ও রন্ধ্র পরিষ্কার রাখতে সাহায্য করে।
মধু: এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান, যা ত্বকের ব্রণ কমাতে ও তাজা রাখতে সহায়ক।
লেবুর রস: এতে থাকা সাইট্রিক অ্যাসিড ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয় এবং হোয়াইটহেডস কমাতে কার্যকর।
আগেভাগেই যত্ন নিন
ত্বকের যত্নে নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। হোয়াইটহেডস না থাকলেও ওপেন পোর পরিষ্কার রাখতে নিয়মিত স্কিন কেয়ার জরুরি। মনে রাখা দরকার, ব্ল্যাকহেডস মানে পোর আংশিকভাবে বন্ধ, আর হোয়াইটহেডস হলে বুঝতে হবে—রন্ধ্র পুরোপুরি ক্লগ হয়ে গেছে। তাই যাদের এখনো হোয়াইটহেডস হয়নি, তাদেরও নিয়মিত যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন ত্বক বিশেষজ্ঞরা।