নাইজেরিয়ায় সড়কে উল্টে যাওয়া জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ১৪৭

0
15
ট্যাংকার বিস্ফোরণে নিহত ব্যক্তির মরদেহ সরিয়ে নিচ্ছেন স্থানীয় লোকজন। ১৬ অক্টোবর, নাইজেরিয়ার মাজিয়া শহরে, ছবি: এপি

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলের সড়কে একটি জ্বালানি ট্যাংকার উল্টে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

দেশটির পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম বুধবার বলেন, রাতের বেলায় জিগাওয়া প্রদেশের মাজিয়া শহরের এক্সপ্রেসওয়েতে একটি জ্বালানিবাহী ট্যাংকার উল্টে যায়। ওই সময় আশপাশের অনেকে উল্টে যাওয়া ট্যাংকারটি থেকে জ্বালানি সংগ্রহ করতে আসেন। কেউ কেউ গাড়ি নিয়ে আসেন। হঠাৎ করে ট্যাংকারটি বিস্ফোরিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

অ্যাডাম বলেন, দলে দলে মানুষ যখন উল্টে যাওয়া ট্যাংকারটি থেকে জ্বালানি সংগ্রহ করছিলেন, তখন সেটি বিস্ফোরিত হয় ও আগুন ধরে যায়।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্যাংকারটিতে আগুন জ্বলছে। ঘটনাস্থলে মরদেহ ছড়িয়েছিটিয়ে পড়ে রয়েছে। এমনকি বুধবার সকালেও সেখানে আগুন জ্বলছিল।

জিগাওয়া প্রদেশের জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান হারুনা মাইরিগা বলেন, ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১৪৭ জন নিহত হয়েছেন। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) একই পরিসংখ্যান দিয়েছে।

পুলিশের ধারণা, একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে জ্বালানিবাহী ট্যাংকারটি এক্সপ্রেসওয়েতে উল্টে গিয়েছিল।

আল জাজিরা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.