নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, গুরুতর আহত বাংলাদেশি যুবক

0
131
কক্সবাজার জেলা সদর হাসপাতাল

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের জামছড়িতে মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ম্ফোরণে গোলাম আকবর নামে এক বাংলাদেশি যুবকের পা উড়ে গেছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত আকবর সদর ইউনিয়নের চাকঢালা এলাকার ছৈয়দ আজিমের ছেলে। নাইক্ষ্যংছড়ির ওসি মো. শাহজাহান এ খবর নিশ্চিত করেছেন।

ওসি জানান, অবৈধভাবে মিয়ানমার থেকে চোরাই পথে গরু আনতে গেলে মাইন বিস্ফোরণের শিকার হন গোলাম আকবর। এতে তাঁর বাঁ পায়ের গোড়ালি পর্যন্ত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া শরীরের স্পর্শকাতর স্থানে মারাত্মক জখম হয়েছেন।

আহত আকবরকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান বলেন, মাইন বিস্ফোরণের আহত গোলাম আকবরের অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা জানান, জামছড়ি সংলগ্ন ৪৫ সীমান্ত পিলার এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে বাংলাদেশি তিন থেকে চারজন কাঠ সংগ্রহে যান। এক পর্যায়ে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণের আকবর আহত হন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.