নভেম্বরেও ঘূর্ণিঝড়ের শঙ্কা

0
162

চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরের নতুন ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘মিধিলি’। এ নামটি মালদ্বীপের দেওয়া।

গতকাল বুধবার আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দিন ও রাতে তাপমাত্রা পর্যায়ক্রমে কমতে পারে। তবে এ মাসে দিন ও রাতে তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চল এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া দেশের প্রধান নদনদীর প্রবাহ স্বাভাবিক থাকতে পারে।

এর আগে গত ২৪ অক্টোবর রাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ বাংলাদেশের উপকূল অতিক্রম করে। ১১টি জেলা ঝুঁকিপূর্ণ হলেও শুধু কক্সবাজার ও চট্টগ্রামের কিছু অংশ আক্রান্ত হয়। এতে প্রাণহানি হয়েছে পাঁচজনের। বিধ্বস্ত হয় ৫০ হাজারেরও বেশি ঘরবাড়ি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.