নিভে গেল বলিউডের ‘প্রদীপ’

0
114
বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ সরকার

জানা গেছে, আজ দিবাগত রাত সাড়ে তিনটায় মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই জনপ্রিয় পরিচালক। কিডনির সমস্যার কারণে তাঁর ডায়ালাইসিস চলছিল। রক্তে পটাশিয়ামের মাত্রা দ্রুত হারে কমে যাচ্ছিল। শারীরিক অবস্থার ক্রমশ অবনতির কারণে গতকাল বেশি রাতে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে চিকিৎসকরা শেষ রক্ষা করতে পারেননি।

প্রদীপ সরকারের মৃত্যুতে বলিউড তারকা অজয় দেবগণ,কঙ্গনা রনৌত, মনোজ বাজপেয়ীসহ আরও অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন

প্রদীপ সরকারের মৃত্যুতে বলিউড তারকা অজয় দেবগণ,কঙ্গনা রনৌত, মনোজ বাজপেয়ীসহ আরও অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন

প্রদীপ সরকারের মৃত্যুতে বলিউড তারকা অজয় দেবগণ,কঙ্গনা রনৌত, নীতু চন্দ্রা, নীল নীতিন মুকেশ, মনোজ বাজপেয়ীসহ আরও অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। আজ বিকেল চারটায় সান্তাক্রুজে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

‘পরিণীতা’ ছবি দিয়ে বলিউডে পরিচালক হিসেবে অভিষেক হয় প্রদীপের। প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন তিনি। এই ছবি বিদ্যা বালনকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছিল। ‘পরিণীতা’ ছবিটি জাতীয় পুরস্কার জয় করেছিল। প্রদীপ সরকারের ঝুলিতে আছে অসংখ্য হিট ছবি।

‘পরিণীতা’ ছবি দিয়ে বলিউডে পরিচালক হিসেবে অভিষেক হয় প্রদীপের

‘পরিণীতা’ ছবি দিয়ে বলিউডে পরিচালক হিসেবে অভিষেক হয় প্রদীপের

‘লাফাঙ্গে পারিন্দে’, ‘মারদানি’র মতো ছবি দর্শকদের উপহার দেন। প্রদীপ সরকার বাণিজ্যিক ছবির পাশাপাশি বিজ্ঞাপন বানাতেন প্রদীপ। তিনি ‘কোল্ড লস্য়ি অর চিকেন মাসালা’, ‘অ্যারেঞ্জড ম্যারেজ অ্যান্ড ফরবিডেন লাভ’ এবং ‘দুরঙ্গা ’-এর মতো বেশ কয়েকটি ওয়েব সিরিজও পরিচালনা করেছেন।

তাঁর বানানো বেশ কিছু বিজ্ঞাপন সাড়া ফেলেছে। পরিচালক ছাড়া লেখক হিসেবেও বিটাউনে তাঁর নামডাক ছিল। বিনোদ চোপড়া প্রোডাকশনের হাত ধরে তিনি তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন। অনেক মিউজিক ভিডিও পরিচালনা করেছেন প্রদীপ।

তাঁর পরিচালিত শেষ হিন্দি ছবি ছিল ‘হেলিকপ্টার ইলা’। এই ছবির মূল চরিত্রে ছিলেন কাজল আর ঋদ্ধি সেন

তাঁর পরিচালিত শেষ হিন্দি ছবি ছিল ‘হেলিকপ্টার ইলা’। এই ছবির মূল চরিত্রে ছিলেন কাজল আর ঋদ্ধি সেন

তাঁর পরিচালিত শেষ হিন্দি ছবি ছিল ‘হেলিকপ্টার ইলা’। এই ছবির মূল চরিত্রে ছিলেন কাজল আর ঋদ্ধি সেন। কঙ্গনাকে নিয়ে নটী বিনোদিনীর বায়োপিক বানানোর কথা ছিল তাঁর। তবে সে স্বপ্ন অধরাই রয়ে গেল পরিচালকের। প্রদীপ সরকারের প্রয়াণে স্বাভাবিকভাবে শোকের ছায়া বলিউডে। তাঁকে বলা হতো বলিউডের প্রদীপ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.