নন–ক্যাডার পুলিশ সদস্যদের সমস্যা ও করণীয় নির্ধারণে ১০ সদস্যের তদন্ত কমিটি

0
119
পুলিশ

পুলিশের নন–ক্যাডার সদস্যদের বিভিন্ন সমস্যা পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ সদরদপ্তর।

আজ সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসানকে কমিটির সভাপতি করে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) হারুন–অর–রশিদ, ডিআইজি (প্রশাসন) আমিনুল ইসলাম, ডিআইজি (এইচআরএম) কাজী জিয়া উদ্দিন, অতিরিক্ত ডিআইজি ফারুক আহমেদ, অতিরিক্ত ডিআইজি নাসিরুল ইসলাম, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইন ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সদস্য করা হয়েছে।

এই আদেশে বলা হয়, কমিটির তিনটি কর্ম পরিধি, নন–ক্যাডার পুলিশ সদস্যদের সদস্যা পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণ; বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের সঙ্গে মতবিনিময় করে করণীয় নির্ধারণ করবে ও কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে কো–অপারেট করতে পারবে।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, নন–ক্যাডার পুলিশ সদস্যদের বিষয়ে আইজিপি আন্তরিক বলেই এই কমিটি গঠন করে দিয়েছেন। আমরা এই কমিটির মধ্যেই আশা দেখছি। এ ছাড়া এতে আমাদের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত থাকবেন।

নন–ক্যাডার পুলিশ সদস্যদের তিনটি দাবি– বেতন গ্রেড বৃদ্ধি করা, পদোন্নতির ধারাবাহিকতা ঠিক রাখা ও র‌্যাংক ব্যাচ বৃদ্ধি করা। এ ছাড়া ২০২০ সালের ৫ জানুয়ারি পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা– পুলিশের কনেস্টবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সবাইকে প্রতিবছর ডিসেম্বরে এক মাসের বেতন সমপরিমান বিশেষ ভাতা চালু করতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.