নতুন সভাপতি পেল ব্রাজিল ফুটবল, জেনে নিন আসল পরিচয়

0
30
সামির জাউদ। ছবি: এএফপি

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দায়িত্ব নিবেন কার্লো আনচেলত্তি। তার আগেই নতুন সভাপতি পেয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। প্রতিদ্বন্দ্বিতায় সিবিএফের ২৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সামির জাউদ।

রোববার (২৬ মে) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। ফেডারশনের ১৪৩ ভোটের মধ্যে ১০১টি পেয়েছেন রোরাইমা রাজ্য ফুটবল ফেডারেশনের সাবেক এই সভাপতি।

দায়িত্ব নিয়ে সামির ঘোষণা দিয়েছেন, সিবিএফে একটি নতুন যুগের সূচনা হয়েছে। আমরা আধুনিক, বিকেন্দ্রীকৃত ও কার্যকর প্রশাসন গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে তিনি আগের বোর্ডের নেওয়া অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্লো আনচেলত্তিকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগকে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন।

সামির জাউদের আগমন অনেকের জন্যই বিস্ময়কর। সামিরের জন্ম রোরাইমার বোয়া ভিস্তায়। ৪১ বছর বয়সী এই প্রশাসক এক সময় ফুটবলও খেলেছেন, অ্যাতলেটিকো রোরাইমায় গোলরক্ষক হিসেবে ছিলেন তিনি।

পরে পড়াশোনায় মনযোগী হয়ে হন ডাক্তার। তার বাবা জেকা জাউদ রোরাইমার ফুটবলে চার দশকেরও বেশি সময় ক্ষমতায় ছিলেন, যা সামিরের জন্য প্রভাব বিস্তারে সহায়ক ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, সিবিএফের সঙ্গে একই সঙ্গে যাত্রা শুরু হতে যাচ্ছে সামির ও আনচেলত্তির। বর্তমানে ব্রাজিলে অবস্থান করছেন এই ইতালিয়ান কোচ। তার অধীনে আগামী ৫ জুন ইকুয়েডরের বিপক্ষে এবং ১০ জুন সাও পাওলোতে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.