নতুন যে রেকর্ড গড়ল রাশমিকা-ভিকির ‘ছাবা

0
9
‘ছাবা’ সিনেমায় রাশমিকা ও ভিকি কৌশল। আইএমডিবি

গত ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই লক্ষ্মণ উতেকরের ‘ছাবা’ বক্স অফিসে ঝড় তুলেছিল। চলতি বছর সেভাবে হিন্দি সিনেমা ব্যবসা করতে না পারলেও ‘ছাবা’ দিয়ে আশার আলো দেখেছিলেন প্রযোজকেরা। দুর্দান্ত ব্যবসা করতে থাকা সিনেমাটি এবার নতুন রেকর্ড গড়ল।

‘ছাবা’ সিনেমার দৃশ্য। আইএমডিবি
‘ছাবা’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

গতকাল শনিবার ছিল ‘ছাবা’ মুক্তির ২৩ দিন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এদিন সিনমাটি আয় করেছে ১৬ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে সিনেমাটির আয় এখন ৫০৮ কোটি রুপি। গতকালই সিনেমাটি ৫০০ কোটি ক্লাবে প্রবেশ করেছে।

৩১ কোটি রুপি দিয়ে বক্স অফিসের খাতা খুলেছিল ‘ছাবা’। মুক্তির ১৫ দিনের মধ্যে ৪০০ কোটির অঙ্ক সহজে পার করে ফেলেছিল ছবিটি। এবার ২৩তম দিনে প্রবেশ করল ৫০০ কোটির ক্লাবে।

‘ছাবা’ ছবিতে ভিকি কৌশলকে ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় দেখা গেছে। তাঁর তুখোড় অভিনয় আপামর সিনেমাপ্রেমীর মন জয় করেছে।

‘ছাবা’ সিনেমায় রাশমিকা। অভিনেত্রীর ফেসবুক থেকে
‘ছাবা’ সিনেমায় রাশমিকা। অভিনেত্রীর ফেসবুক থেকে

মোগল বাদশাহ আওরঙ্গজেবের ভূমিকায় অক্ষয় খান্নার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। অভিনেত্রী রাশমিকা মান্দানাকে সম্ভাজি মহারাজের স্ত্রী মহারানি ইয়েসুবাইয়ের ভূমিকায় দেখা গেছে।

সিনেমাটিতে আবেগ, অ্যাকশন আর ইতিহাসের দারুণ এক মিশ্রণ ঘটিয়েছেন নির্মাতা লক্ষ্মণ উতেকর, সে জন্যই সাধারণ দর্শক এত পছন্দ করেছেন বলে মনে করেন নির্মাতা। অনেক দর্শকই সিনেমাটির শেষ আধঘণ্টা সাম্প্রতিক সময়ে নির্মিত হিন্দি সিনেমার মধ্যে সেরা, এমন মন্তব্যও করেছেন।

‘ছাবা’ দিয়ে টানা তিনটি সুপারহিট ছবির অংশ হলেন রাশমিকা মান্দানা। এর আগে এই দক্ষিণি তারকার ‘অ্যানিমেল’, ‘পুষ্পা ২’ ছবি দুটিও ব্যাপক ব্যবসায়িক সাফল্য পেয়েছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.