নতুন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদের কেউ যেতে চান না

0
196
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

নতুন করে স্থাপিত কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের এখনও নিজস্ব জায়গা নেই বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পুরোনো বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক পদমর্যাদার কেউ নতুন বিশ্ববিদ্যালয়ে যেতে চান না বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সংসদে মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর বিল-২০২৩-এর সংশোধনীর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী।

দীপু মনি আরও বলেন, আমরা যত্রতত্র অনার্স খুলেছি। সেটি জনপ্রতিনিধিদের আগ্রহেই হয়েছে। সেখানে শিক্ষার্থীও অনার্স মানের নয়, শিক্ষকও হয়তো অনার্স মানের নন, কিন্তু আমরা খুলেছি।

জাতীয় পার্টির সদস্য শামীম হায়দার পাটোয়ারী প্রবাসী বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি করে বলেন, বছরে আমাদের আট থেকে ১০ লাখ লোক বিদেশে যায়। তাদের জন্য শিক্ষা ব্যবস্থা কী দিয়েছে? কিছুই করেনি।

এদিকে কওমি মাদ্রাসার শিক্ষকদের সরকারি বেতন স্কেলের আওতায় আনার সিদ্ধান্ত হয়নি বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সরকারদলীয় সদস্য হাবিবে মিল্লাতের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি।

জাতীয় পার্টির সদস্য মুজিবুল হক চুন্নুর প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে ইতোমধ্যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফি কাঠামো সংগ্রহ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.