নতুন বাংলাদেশের প্রত্যয়ে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’

0
7
‘লালযাত্রা’র দৃশ্য

২৫ মার্চ ১৯৭১ থেকে জুলাই ২০২৪ পর্যন্ত গণহত্যার সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবে ‘প্রচ্যনাট’। এ উপলক্ষ্যে নাট্য সংগঠনটি আজ আজ বিকেলে সাড়ে চারটায় আয়োজন করেছে ‘লাল যাত্রা’।

কর্মসূচীর অংশ হিসেবে বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি) প্রাঙ্গণে আয়োজন করা হবে অনুষ্ঠান। এরপর, একটি লাল শাড়ির দীর্ঘ আঁচল নিয়ে নাট্য সংগঠনটির সদস্যরা যাত্রা শুরু করবে। তারা স্বোপার্জিত স্বাধীনতা চত্বর থেকে পায়ে হেঁটে যাবে ফুলার রোড সড়কদ্বীপে অবস্থিত স্মৃতি চিরন্তন চত্বর পর্যন্ত।

কর্মসূচী প্রসঙ্গে প্রাচ্যনাট সদস্য ও কন্ঠশিল্পী রাহুল আনন্দ বলেন, ‘২৫ মার্চ দীর্ঘ কালরাত্রির প্রাক্কালে লাখো শহীদের রক্তের পথ ধরে স্বাধীন আমরা, হেঁটে চলি মুক্তির পথে। জুলাই ২০২৪ শহীদের রক্তে এক নতুন বাংলাদেশের প্রত্যাশায় আমরা ঐক্যের আহ্বানে হেঁটে চলি হাতে হাত ধরে। প্যালেস্টাইন মুক্তির সংগ্রামে ঝরে রক্ত, গাজার পথে পথে। আমরা হেঁটে চলি শহীদের স্মৃতি বুকে নিয়ে, প্রতিবাদে বিচারের দাবিতে। আশা করছি আজ আমাদের কর্মসূচী সফল হবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.