অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, মানুষ মানুষ হয়েছে তাঁর কল্পনা শক্তির দ্বারা। একমাত্র মানুষই পারে কোনো কিছুকে কল্পনা করতে, যা অন্য কোনো জীবই পারে না। আইনস্টাইন বলেছেন, জ্ঞানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো কল্পনা। কাজেই সেই কল্পনা করার ক্ষমতা, তরুণ প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হবে। আর সবচেয়ে সহজ রাস্তাটা হলো বই পড়া। শিক্ষার্থীদের কাছে একটাই অনুরোধ তোমরা বেশি বেশি বই পড়। সবচেয়ে বড় কথা, নতুন প্রজন্মকে মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হতে হবে।
মঙ্গলবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।
ওরিয়েন্টেশন বক্তা বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘মুক্তিযুদ্ধের লড়াইয়ের নতুন যোদ্ধা হচ্ছেন আপনারা। দেশটা গড়বেন আপনারা। জ্ঞানভিত্তিক সমাজ না হলে রাষ্ট্র বিকশিত হবে না। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে না। সব মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে না। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি চাই আপনারা মানবিক রাষ্ট্র ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলবেন।’
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, শিক্ষাজীবনে সর্বোচ্চ জ্ঞান অর্জনের অন্যতম বিদ্যাপীঠ হলো বিশ্ববিদ্যালয়। এখানে পড়াশোনার পাশাপাশি একজন শিক্ষার্থী সত্যিকারের মানুষ হিসেবে গড়ে ওঠার পথের দিশা পায়। তাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী হিসেবে সপ্তদশ আবর্তনে যুক্ত হয়ে এই প্রাঙ্গণে যারা আসছে তাদের সবাইকে স্বাগত জানাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আতাউর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক মুশাররাত শবনম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক উজ্জ্বল কুমার প্রধান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ওরিয়েন্টেশন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক রিয়াদ হাসান, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক তপন কুমার সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী। সঞ্চালনা করেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর।