নতুন চুলের সাজে নেইমার, জোড়া গোলে কামব্যাক

0
3
নেইমার

বছরের বেশিরভাগ সময় নেইমারকে কাটাতে হয় চোট সঙ্গী করে। ফলে পারফরম্যান্সও ওঠানামা করে ব্রাজিলিয়ান সুপারস্টারের। ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে হয়ে স্বদেশে ফিরেও চোটের হানায় পড়তে হয়েছে। তবে নতুন চুলের স্টাইলে ভিন্ন রূপে ফিরেছেন নেইমার। শুরুর একাদশে নেমেছেন এবং পুরো ম্যাচ খেলে গোল পেয়েছেন দুটি।

ব্রাজিলিয়ান লিগে বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নেইমার মেলে ধরেন নিজেকে। সিরি আ’তে জুভেন্টুডের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে সান্তোস। দুটি গোল করেছেন নেইমার। অন্য গোলটি আলভারো ব্যারিয়েলের। প্রতিপক্ষের একমাত্র গোলটি করেন উইলকের এঞ্জেল।

ম্যাচের ৩৬তম মিনিটে গোলরক্ষককে পরাস্ত করে প্রথম গোলটি করেন নেইমার। আর্জেন্টাইন উইঙ্গার আলভারোর শট বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ছুটে এসে বল জালে জড়ান নেইমার। দ্বিতীয় গোলটি পেতে অবশ্য অপেক্ষা করতে হয়েছে অনেকটা সময়। ম্যাচের ৮০ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

২০২২ সালের পর এই প্রথম টানা পাঁচ ম্যাচ খেলেছেন। আর প্রায় দুই বছর পর আবারও এক ম্যাচে পেলেন জোড়া গোলের স্বাদ। মাঠে ফিরেই এমন পারফরম্যান্সে সমর্থকদের মাঝে ফিরিয়ে দিয়েছেন পুরনো নেইমারের আভাস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.