নতুন করে বুধবার শান্তি আলোচনায় বসছে রাশিয়া ও ইউক্রেন: জেলেনস্কি

0
31
ভলোদিমির জেলেনস্কি, ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আগামীকাল বুধবার রাশিয়া ও তাঁর দেশ নতুন দফায় শান্তি আলোচনায় বসছে। তুরস্কের ইস্তাম্বুলে এ আলোচনা হবে।

গতকাল সোমবার রাতে দেওয়া নিয়মিত ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘আজ আমি রুস্তেম উমেরভের (ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান) সঙ্গে বন্দিবিনিময়ের প্রস্তুতি ও রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে তুরস্কে আরেকটি বৈঠক করার ব্যাপারে আলোচনা করেছি। উমেরভ জানিয়েছেন, বৈঠকটি বুধবার অনুষ্ঠিত হবে।’

সম্প্রতি জেলেনস্কি রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনার প্রস্তাব দেন। ৫০ দিনের ভেতর যুদ্ধবিরতি না হলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কয়েক দিন পর এ প্রস্তাব দেওয়া হয়।

৫০ দিনের ভেতর যুদ্ধবিরতি না হলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কয়েক দিন পর শান্তি আলোচনার এ প্রস্তাব দেওয়া হয়।

রাশিয়া ইউক্রেনে হামলা জোরদার করার পর ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য নতুন অস্ত্রসহায়তারও প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

মস্কো এখনো শান্তি আলোচনা নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ এক সূত্রের বরাতে জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার—দুই দিন আলোচনা হবে।

তুরস্ক সরকারের এক মুখপাত্রের বরাতে এএফপি বলেছে, বুধবার ইস্তাম্বুলে আলোচনা হবে। গত মে ও জুন মাসের বৈঠকগুলোও একই জায়গায় হয়েছিল। তবে ওই সব আলোচনায় যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতা হয়নি।

এ সপ্তাহের আলোচনাও চলমান যুদ্ধ শেষ করার আরেকটি প্রচেষ্টা। তিন বছরের বেশি সময় ধরে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ চলছে।

আলোচনার আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নিজের হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বিবিসিকে বলেন, পুতিনের আচরণে তিনি হতাশ। তবে আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি।

এএফপিকে ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইস্তাম্বুলের আলোচনায় নতুন করে বন্দিবিনিময় এবং জেলেনস্কি ও পুতিনের সম্ভাব্য বৈঠকের বিষয়টি গুরুত্ব পাবে।

অবশ্য শিগগিরই কোনো বড় ধরনের অগ্রগতি বা চুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছে মস্কো। শান্তি আলোচনায় বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা বিষয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল সাংবাদিকদের বলেন, ‘দুই পক্ষ সম্পূর্ণ বিপরীত অবস্থানে আছে’ এবং ‘এখনো অনেক কূটনৈতিক কাজ বাকি’।

সম্প্রতি ইউক্রেনের শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রাশিয়া। এতে বেসামরিক লোকজনের হতাহতের সংখ্যা রেকর্ড মাত্রায় পৌঁছেছে।

বিবিসি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.