নগরের গল্প ‘আন্তঃনগর’

0
214
‘আন্তঃনগর’ ওয়েব ফিল্মে শবনম ফারিয়া ও সোহেল মণ্ডল

এই নগরে আমরা বিচ্ছিন্নভাবে জীবন যাপন করি। বিচ্ছিন্নতার মধ্যেও হরহামেশা একজনের জীবনের গল্প আরেকজনের গল্পে ঢুকে যায়। একপর্যায়ে এসে গল্পগুলো পরিণতি পায়,’ আন্তঃনগর নিয়ে বলছিলেন গৌতম কৈরী। তাঁর নির্মিত প্রথম ওয়েব সিনেমাটি আজ রাত ৮টায় চরকিতে মুক্তি পাচ্ছে। পরিচালনার পাশাপাশি সিনেমার গল্প লিখেছেন বাঘের বাচ্চা, বিউটি পার্লার নির্মাতা গৌতম কৈরী।

সিনেমার গল্প নিয়ে গৌতম কৈরী বলেন, ‘তিনটি গল্প তিনটি আলাদা জীবনের গল্প। আবার কখনো সবমিলিয়েই একটা গল্প। গল্পগুলো সমান্তরালভাবে চলতে থাকে, এক গল্প অন্য গল্পের ভেতর ঢুকে যায়। এটাকে প্যারালাল ন্যারেটিভ স্টোরি বলা হয়। ’

সিনেমার নামকরণ নিয়ে গৌতম কৈরী বলেন, ‘আন্তঃনগর শব্দটির সঙ্গে ট্রেনের যোগসূত্র রয়েছে। মেটাফোর হিসেবে নামটি দেওয়া হয়েছে। রেলপথের যেমন অনেক ক্রসিং থাকে, তেমনি সিনেমার তিনটি গল্পের ক্রসিং ঘটে।’ গতকাল বুধবার মুঠোফোনে জানান, করোনা মহামারির ঘরবন্দী সময়ে গল্পটি তাঁর মাথায় আসে। এতে ইলিয়াস নামের এক সিএনজিচালকের চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। মহানগর, সদরঘাটের টাইগারসহ বেশ কয়েকটি আলোচিত সিরিজের এই অভিনেতা জানান, আন্তঃনগর-এ কাজ করা তাঁর জন্য কঠিন ছিল।

‘আন্তঃনগর’ ওয়েব ফিল্মে রুনা খান
‘আন্তঃনগর’ ওয়েব ফিল্মে রুনা খান

শ্যামল মাওলার ভাষ্যে, ‘প্রতিদিন সিএনজিচালিত অটোরিকশা চালাতে হয়েছে, একসময় হাতে ফোসকা পড়ে যায়; সেই সঙ্গে অভিনয়—সব মিলিয়ে একটা মিশ্র পরিস্থিতির মুখোমুখি হয়েছি।’

শ্যামল মাওলার সঙ্গে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। তিনি বলেন, ‘প্রত্যেক পরিচালক নিজের মতো করে গল্প বলার চেষ্টা করেন। সেই দিক থেকে এই সিনেমার গল্প বলার ধরন ছিল ভিন্ন।’

‘আন্তঃনগর’ ওয়েব ফিল্মে শ্যামল মাওলা
‘আন্তঃনগর’ ওয়েব ফিল্মে শ্যামল মাওলা

এ সিনেমায় জুটি বেঁধেছেন শবনম ফারিয়া ও সোহেল মণ্ডল। এর আগে টেক্কা নামে এক ওয়েব সিরিজে তাঁদের দেখা গেছে।

ফারিয়া বলেন, ‘এটা আমাদের খুব কাছের গল্প। নারীদের জীবনযুদ্ধ নিয়ে গল্প। কাজটা নিয়ে আমার অনেক প্রত্যাশা। চরকি ভিন্ন ধরনের ভালো গল্প বলে। সেদিক থেকে এই গল্পটা নিয়ে প্রত্যাশা অনেক বেশি৷’ ২০১৮ সালে দেবী দিয়ে ছোট পর্দার অভিনেত্রী ফারিয়ার বড় পর্দায় অভিষেক।

‘আন্তঃনগর’ ওয়েব ফিল্মে একটি দৃশ্য
‘আন্তঃনগর’ ওয়েব ফিল্মে একটি দৃশ্য

সোহেল মণ্ডল বলেন, ‘শবনম ফারিয়া একজন ফুর্তিবাজ শিল্পী, তাই দারুণ সময় কেটেছে কাজের সময়। গল্পে প্রেম, দ্রোহ, থ্রিল—সব বিষয় আছে।’ তাকদীর সিরিজে অভিনয় করে আলোচনায় আসার পর বলি, রিফিউজিসহ বেশ কয়েকটি সিরিজে তাঁকে দেখা গেছে। এতে আরও অভিনয় করেছেন আশীষ খন্দকার, জয় রাজ, নাফিস আহমেদ এবং দুই নবাগত শিল্পী প্রান্তর দস্তিদার ও নিদ্রা নেহা।

গৌতম কৈরী বলেন, ‘সিনেমার সব অভিনয়শিল্পী নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে কাজটি করেছে। এখানে দুজন নতুন অভিনয়শিল্পীর সঙ্গে দর্শক পরিচিত হবে। তাদের নিবেদনের প্রশংসা করতেই হবে।’

‘আন্তঃনগর’ ওয়েব ফিল্মে শবনম ফারিয়া
‘আন্তঃনগর’ ওয়েব ফিল্মে শবনম ফারিয়া

আন্তঃনগর-এর চিত্রগ্রহণ করেছেন রফিকুল ইসলাম, সম্পাদনা করেছেন এইচ এম সোহেল। সংগীতায়োজন করেছেন জাহিদ নিরব, শব্দগ্রাহক হিসেবে রয়েছেন রেহানা মরিয়ম নূর সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শব্দগ্রাহক শৈব তালুকদার। ‘আন্তঃনগর’ শিরোনামে সিনেমার একটি র‍্যাপ গান প্রকাশ করা হয়েছে, জাহিদ নিরবের সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন হাসিবুল হক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.