ধোনিকে হারিয়ে তাঁরই পা ছুঁলেন সূর্যবংশী

0
20
ধোনিকে প্রণামের পর সূর্যবংশী, রাজস্থান রয়্যালস

৩৩ বলে ৫৭ রানের ইনিংস খেলেছেন। গড়েছেন ছক্কার রেকর্ড। আইপিএলে নিজের অভিষেক মৌসুমেই ২৪টি ছক্কা মেরেছেন বৈভব সূর্যবংশী, যা এক মৌসুমে ২০ বছরের কম বয়সী ব্যাটসম্যানদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ। কাল সূর্যবংশী ম্যাচ শেষেও ক্রিকেট সমর্থকদের মুগ্ধ করেছেন।

কীভাবে? ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা হাত মেলানোর সময়ে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়ে প্রণাম করেছেন সূর্যবংশী। এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর তাতে প্রশংসায় ভাসছেন ১৪ বছর বয়সী সূর্যবংশী।

সেই সময়ে ধারাভাষ্যকক্ষে ছিলেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। তিনি বাঁহাতি এই ওপেনারের প্রশংসা করেছেন, ‘ছেলেটি সম্মান দেখিয়ে সিনিয়র আরেকজন ক্রিকেটারের পা ছুঁল। দারুণ আচরণ।’

ধোনি যেমন এবারের আইপিএলে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়, তেমনি সূর্যবংশী এবারের তো বটেই, আইপিএল ইতিহাসেই সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। কাল দুজনের লড়াইয়ে শেষ হাসি হেসেছেন ‘পুঁচকে’ সূর্যবংশীই। চেন্নাইয়ের ১৮৯ রানের লক্ষ্যে সূর্যবংশীর রাজস্থান ১৭.১ ওভারেই তাড়া করেছে।

যদিও রাজস্থান টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে পড়েছে। কাল শেষ ম্যাচের জয়ের মধ্যে দিয়ে লিগ পর্বের ১৪ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করল রাজস্থান। পয়েন্ট তালিকায় দলটির অবস্থান নয় নম্বরে। রাজস্থানের মতো চেন্নাইও প্লে-অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে পড়েছে। দশ দলের টুর্নামেন্টে ধোনির দল আছে দশ নম্বরে।

কাল চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম আইপিএল যাত্রা শেষ হয়েছে সূর্যবংশীর। প্রথম মৌসুমে ৭ ম্যাচ ২৫২ রান করেছেন এই ক্রিকেটার। স্ট্রাইক রেট ছিল ২০৬.৫৫।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.