ধর্ষকের বিচারসহ ৩ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশালমিছিল

0
9
মশালমিছিল থেকে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতাদের বিরুদ্ধে পুলিশের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে

বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতাদের বিরুদ্ধে পুলিশের করা মামলা প্রত্যাহার, ধর্ষকের বিচার নিশ্চিত করা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশালমিছিল হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বামপন্থী সংগঠনগুলোর আয়োজনে রাজু ভাস্কর্যের সামনে থেকে এই মিছিল হয়।

সন্ধ্যা সাতটার দিকে মশাল হাতে রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হন বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতা–কর্মীরা। এরপর মোমবাতি হাতে মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুতে শোক পালন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী বলেন, ‘এই পুলিশ আমার দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’ তিনি বলেন, ‘এই মশালের আগুন আমাদের বুকের আগুন।’

ধর্ষকের বিচারসহ কয়েকটি দাবিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল নিয়ে মিছিল করেন বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতা–কর্মীরা

পরে রাজু ভাস্কর্যের সামনে থেকে মশালমিছিল শুরু হয়ে নীলক্ষেত পর্যন্ত যায়। সেখান থেকে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া হয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে দিয়ে আবার রাজু ভাস্কর্যের সামনে দিয়ে শামসুন্নাহার হল পর্যন্ত যায়। পরে সেখান থেকে ডাচ ক্যাফেটেরিয়ার সামনে এসে মিছিলটি শেষ হয়।

মিছিলে ‘খুন-ধর্ষণ-নিপীড়ন/রুখে দাঁড়াও জনগণ’, ‘শিশুটি মরল কেন/স্বরাষ্ট্র উপদেষ্টা জবাব চাই’, ‘এসো ভাই, এসো বোন/গড়ে তুলি আন্দোলন’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তাঁদের তিন দফা দাবি হলো ধর্ষণ ও নিপীড়নবিরোধী আন্দোলনসহ দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হামলার বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহার করা; স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.