ধর্মগিরি সাধনা কুটিরের অনুষ্ঠানে এড. লুৎফুন্নেসা বেগম বলেন আমি কাউখালী বাসির উন্নয়ন চাই

0
13
মঞ্চে চেয়ারে উপবিষ্ট হেমাচড়া ভিক্ষু

রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলায় ঘাগড়া ই্উনিয়নে মিতিংগাছড়ি ধর্মগিরি সাধনা কুটিরে জেলাপরিষদ চেয়ারম্যানের প্র্রতিনিধি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। জনগণের প্রয়োজন ও চাহিদার উপর ভিত্তিতে অত্র এলাকার উন্নয়ন করতে সকলে সহযোগিতা চান এবং দোয়া প্রার্থনা করেন।

১৫ নভেম্বর রোজ শুক্রবার ধর্মগিরি সাধনা কুটিরে ধর্মীয় ভাবগাম্ভিয্যের মাধ্যমে এক বিশাল মহাসংঘদান অনুষ্ঠানের আয়োজন করেন বিহার কমিটি।

ধর্মগিরি সাধনা কুটিরের অধ্যক্ষ অর্থদর্শী ভিক্ষু

কাউখালী উপজেলার দায়িত্ব প্রাপ্ত নবগঠিত পার্বত্য জেলা পরিষদ সদস্য এড. লুৎফন্নেসা বেগম দায়িত্ব নেয়ার পর প্রথম সফর করেন মিতিংগাছড়ি ধর্মগিরি সাধনা কুটিরে। তিনি বিহারের বিশুদ্ধপানীয় জলের সংকটের সমাধান করবেন বলে আশ্বাস প্র্রদান করেন এবং যে কোন উন্নয়নে সাধ্যমত পাশে থাকবেন বলে জানান।

এড.লুৎফুন্নেসা বেগম

উল্লেখ্য, রাঙ্গামাটি পার্বত্য জেলা অন্তর্বর্তীকালীন জেলা পরিষদের পুনর্গঠন বিষয়ক গত ৭ নভেম্বর একপ্রজ্ঞাপনের ১৫ সদস্য বিশিষ্ট পরিষদ ঘোষণা করে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়। ১০ নভেম্বর শপথ করেন নবগঠিত পরিষদ এবং ১১ নভেম্বর সকল দপ্তর বন্টন করে এক অফিস আদেশ জারি করেন জেলা পরিষদ চেয়ারম্যান। এ আদেশে এড. লুৎফুন্নেসা বেগমকে কাউখালী উপজেলার দায়িত্ব দেওয়া হয় এবং এছাড়া সকল উপজেলার বিসিক, আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট(আরপিটিআই) এর দায়িত্ব প্র্রদান করা হয়।

ফুল দিয়ে বরণ করেন এড. লুৎফুন্নেসা বেগমকে

ধর্মগিরি সাধনা কুটিরে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবান হতে কয়েক হাজার পূণ্যার্থীদের সমাগমের মাধ্যমে এই মহাসংঘদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন পার্বত্য অঞ্চলের বিভিন্ন বিহারের ভিক্ষু ও রাঙ্গামাটি রাজবন বিহারের ভিক্ষুসংঘসহ অর্ধশতাধিক ভিক্ষু । অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্র্রদান করেন হেমাচড়া ভিক্ষু, লক্রছড়া বৌদ্ধ বিহার, বাঙ্গালহালিয়া, রাঙ্গামাটি; অর্থদর্শী ভিক্ষু, অধ্যক্ষ ধর্মগিরি সাধনা কুটির। এছাড়া আরো দেশনা প্রদান করেন  মহেন্দ্র ভিক্ষু, রাজবন বিহার রাঙ্গামাটি; নন্দবংশ ভিক্ষু, চিংমরং বৌদ্ধবিহার; জ্ঞানলোক ভিক্ষু, রাজবন বিহার রাঙ্গামাটি; উপাঞাদিশ ভিক্ষু, মৈত্র্রীবিহার রাঙ্গামাটি; মৈত্রী বরণ ভিক্ষু অর্থদর্শী ভিক্ষুর প্র্রথম শিষ্য।

ধর্মগিরি সাধনা কুটিরের কমিটির সাথে একান্ত আলোচনা

সে দিন সকালে ২১জনকে প্রব্রজ্যাধারিকে উপসম্পদা প্রদান করেন অর্থদর্শী ভিক্ষু । তদমধ্যে ৯জনকে স্থায়ী ও বাকি ১২জনকে অস্থায়ীভাবে এই উপসম্পদা প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধর্মগিরি সাধনা কুটিরের পরিচালনা কমিটির সভাপতি শান্তিমনি চাকমা। হেমাচড়া ভিক্ষুর ধর্মদেশনা পরপরই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.