দ্বিতীয় প‌র্বের ইজ‌তেমা শুরু, জুমায় অংশ নিতে ময়দা‌নে আসছেন মুস‌ল্লিরা

0
185
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ ৫৬তম‌ নিজামু‌দ্দিন অনুসারী‌দের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আজ শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওসমানের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আর তাৎক্ষণিক তা বাংলায় তরজমা করছেন মাওলানা জিয়া বিন কাসিম। ত‌বে ইজ‌তেমা ময়দা‌নের প্রায় ৮৫ ভাগ মুসল্লি ময়দা‌নে চ‌লে আসা‌য় ইজ‌তেমা শুরু হয়ে যায় গতকাল বৃহস্প‌তিবার আস‌রের পর থে‌কেই। ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম এসব তথ্য জানান।

মোহাম্মদ সা‌য়েম বলেন, ‘মাঠ বুঝে নেওয়ার পরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমা মাঠে আসতে শুরু করেন। তারা ময়দানের নির্দিষ্ট খিত্তায় অবস্থান নিয়েছেন। ইজতেমা ময়দান এরই মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। বিভিন্ন জেলা থেকে আরও মুসল্লি বাস, ট্রাক, পিকআপ, ট্রেন ও নৌপথে ময়দানের উদ্দেশ্যে আসছেন।’

এ‌দি‌কে আজ শুক্রবার জুমার নামা‌জে অংশ নেওয়ার জন্য টঙ্গী গাজীপুরসহ আশপা‌শের এলাকা থে‌কে মুস‌ল্লিরা দ‌লে দ‌লে ময়দা‌নের দি‌কে যা‌চ্ছে। আগামী রোববার আ‌খেরী মোনাজাত প‌রিচালনা কর‌বেন মাওলানা সাদ কান্ধলবীর বড় ছে‌লে মাওলানা ইউছুফ বিন সাদ কান্ধলবী।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, ‘বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে পুরো ইজতেমা ময়দানকে কয়েকটি সেক্টরে ভাগ করে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হবে। এ উপলক্ষে ময়দানের আশপাশে সাত হাজার ৫৩৯ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। ইজতেমাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী প্রথম পর্বে যেসব নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল এবারও ঠিক আগের মতোই নিরাপত্তা ব্যবস্থা অটুট থাকবে।’

আগামী রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.