প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় প্রীতি ম্যাচেও আধিপত্য ধরে রাখল সাবিনা খাতুনরা। শনিবার (২৭ জুলাই) স্বাগতিকদের বাংলাদেশ হারিয়েছে ৪-২ গোলে।
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে প্রথমার্ধে দুই গোল হজম করে শোধও করে ফেলে বাংলাদেশ। ১৫ মিনিটে ডেকি লাজোম গোল করে ভুটানকে এগিয়ে নেন। ২২ মিনিটে দ্বিতীয় গোলটিও করেন লাজোম। এরপর বাংলাদেশ মরিয়া হয়ে উঠে গোল শোধের জন্য।
চেষ্টা সফল হয় ৩৫ মিনিটে। এ সময় ডি বক্সের সামনে বল পান সাবিনা খাতুন। একজন ডিফেন্ডারকে পরাস্ত করে জাল খুঁজে নেন তিনি। ৪০ মিনিটে ম্যাচে সমতায় টানেন মোছাম্মত সাগরিকা। বাঁ পায়ের শটে বল জালে জড়ান তিনি।
দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে বাংলাদেশ। ৬২ মিনিটে রিতুপর্ণা চাকমার আড়াআড়ি শট প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে লেগে জালে জড়ায়। ৮৬ মিনিটে আরও একটি গোল করে তারা। ফলে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।