দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন দিলীপ বড়ুয়া

0
157

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ১৪ দলীয় জোটের শরীক বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল) এর সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। চলমান রাজনীতি এবং আসন্ন সংসদ নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে শনিবার (১৯ আগষ্ট) চট্টগ্রামের মিরসরাইয়ের দমদমায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

দিলীপ বড়ুয়া বলেন, ‘সংবিধান মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি তত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে। অথচ ভোটে আসতে ভয় পাচ্ছে। গণতন্ত্র অর্জন করতে হয়; গণতন্ত্র কেউ কাউকে দেয় না। বিএনপি আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান ঘটাতে কিংবা তত্বাবধায়ক সরকার আদায় করতে পারেনি। তারা এখন চাচ্ছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনতে। পশ্চিমা বিশ্বের সহযোগিতায় শেখ হাসিনাকে যদি ক্ষমতাচ্যুত করা হয় তাহলে দেশে দুর্বল সরকার ক্ষমতায় আসবে। বিদেশি সেনা আসবে দেশের নিয়ন্ত্রণ নিতে। যেটার জন্য বিএনপি সহ সবাইকে পস্তাতে হবে।’

দিলীপ বড়ুয়া আরও বলেন, ‘আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করছে বলে দাবী করে দিলীপ বড়ুয়া বলেন, ‘বিশ্বের গণতান্ত্রিক প্রতিটি রাষ্ট্রে বর্তমান সরকার ক্ষমতায় থেকে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হয়। নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও অংশগ্রহণ মূলক নির্বাচনের নাম দিয়ে আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করছে, যা ভিয়েনা কনভেনশন পরিপন্থী। বিশ্বের ক্ষমতা এখন একটি রাষ্ট্রের কাছে নেই। বিশ্বক্ষমতা এখন ভাগ হয়ে গেছে। চীন বর্তমান সরকারের কর্মকাণ্ডে খুশি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে চীন সেটার প্রশংসা করেছে। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে বলেছে। বাংলাদেশ চাইলে চীন সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছে।’

দেশের উন্নয়নের স্থিতিশীলতার জন্য বর্তমান সরকারের ধারাবাহিকতা প্রয়োজন দাবি করে সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য স্থিতিশীল রাষ্ট্র প্রয়োজন। স্থিতিশীল সরকারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন।  বাংলাদেশে বর্তমানে দুটি প্রধান সমস্যা হলো তিস্তা ব্যারেজ ও গঙ্গা পানি চুক্তি। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট ক্ষমতায় না আসলে এগুলো বাস্তবায়ন সম্ভব হবে না। বিএনপি ক্ষমতায় আসলে বান্ডেল সংকট দেখা দিবে। যেটি বিএনপি সমাধান করতে পারবে না।’

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে একটি মাত্র আসনে সাম্যবাদী দল অংশ নিবে জানিয়ে দিলীপ বড়ুয়া বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে আমি মনোনয়ন চাইব। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন। মিরসরাই উপজেলার মধ্যম অংশে পানির সংকটে বোরো এবং অনেক এলাকায় আমন আবাদও হয় না। এখানে একটি ওয়াটার রিজার্ভার করলে অনাবাদি সকল জমিতে চাষাবাদ করা সম্ভব হবে। আমি জনপ্রতিনিধি নির্বাচিত হলে এটি বাস্তবায়ন করব। শিল্পমন্ত্রী থাকা অবস্থায় আমি মিরসরাই বিসিক শিল্পনগরী, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন, নিজামপুর কলেজ জাতীয়করণের জন্য কাজ করেছি। জনপ্রতিনিধি হওয়া ছাড়া উন্নয়ন কার্যক্রম করা সম্ভব হয় না।’

সাম্যবাদী দল মিরসরাই উপজেলা শাখার আহ্বায়ক সালে আহম্মেদ মাস্টারের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত বড়ুয়া উপস্থাপনা করেন। এসময় উপস্থিত ছিলেন, অধ্যাপিকা তৃপ্তি রানী বড়ুয়া, বিজয় বড়ুয়া, মো. দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট দির্ঘতম বড়ুয়া, ইউপি সদস্য রনজিত বড়ুয়া, মো. জামশেদ আলম, মো. শাহাব উদ্দিন, মো. বেলাল উদ্দিন, নুরুল আলম, সাইফন দত্ত, ডা. সুবোধ বড়ুয়া, চিরজিৎ বড়ুয়া প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.