দেশ বেচেও ভারত থেকে তিস্তার পানি আনতে পারেনি আ. লীগ: মির্জা ফখরুল

0
13
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত একদিকে পানি দেয় না, অন্যদিকে দেশের শত্রুকে দিল্লিতে রাজার হালে রেখেছে। ভারতের কাছে বাংলাদেশ বেচে দিলেও তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ সরকার।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) লালমনিরহাটে তিস্তা রেল সেতু পয়েন্টে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শীর্ষক তিস্তা পাড়ে ৪৮ ঘণ্টা লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ভারতকে দাদাগিরি বন্ধ করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বন্ধু হলে বাংলাদেশকে তিস্তার পানির ন্যায্যা হিস্যা দিতে হবে। বাঁচামরার এবং গণতন্ত্রের জন্য নতুন লড়াই শুরু। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।

মির্জা ফখরুল আরও বলেন, বহু আগে থেকে আমরা এই তিস্তার পানির ন্যায্য হিস্যার কথা বলছি। পাকিস্তান আমলে পাকিস্তানিরা বলেছে, বাংলাদেশ হওয়ার পরে আমরা বলেছি। আওয়ামী লীগের সরকার এলো, প্রথম দিকে সবাই ভাবলো যে, ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং তিস্তার পানি বোধ হয় এবার পাই (পেয়ে) যাবে—লবডঙ্কা! ১৫ বছরে বাংলাদেশটাকে বেচে দিছে, তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই।

কেবল তিস্তা নয়, ভারত থেকে আমাদের দেশে আসা ৫৪টি নদীর সবগুলোর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে সে কথাও উল্লেখ করেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.