দেশ ছেড়ে পালাব না, সুশাসন ফিরিয়ে আনব— বললেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

0
30
সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি

ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস না পেরোতেই প্রকাশ্যে এসেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। দৃঢ়ভাবে বলেছেন, তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ থেকে পালিয়ে যাবেন না। খবর, দ্য কাঠমান্ডু পোস্ট’র।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজের রাজনৈতিক দলের যুব সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অলি তার দলের নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আপনারা মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব?’

তিনি বলেন, ‘আমরাই এ দেশকে গড়ব। আমরা দেশকে আবারও সংবিধানের মূলধারায় নিয়ে আসব। আমরা দেশে শান্তিতে এবং সুশাসনে ফিরিয়ে আনব।’

মূলত, দেশটির সেনাবাহিনীর সহায়তায় রক্ষা পাওয়ার পর এত দিন আড়ালেই ছিলেন কেপি শর্মা অলি। প্রকাশ্যে এসে তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে পর বর্তমান সরকার জনগণের ম্যানডেট (রায়) নিয়ে আসেনি। তারা এসেছে মুলত সহিংসতা ও ভাঙচুরের মাধ্যমে।

এছাড়া, তিনি কোনো ধরনের ষড়যন্ত্রে জড়িত ছিলেন না বলেও দাবি করেছেন। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকারকে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে অলি বলেন, আন্দোলনের সময় প্রশাসনকে তিনি কী কী নির্দেশনা দিয়েছেন, সেগুলোর রেকর্ডিং যেন প্রকাশ করা হয়।

উল্লেখ্য, সুশীলা কার্কির সরকার কেপি শর্মা বাদেও তার সরকারের অনেক মন্ত্রীর পাসপোর্ট জব্দ করতে যাচ্ছে। কেপি অভিযোগ করেছেন, এরমাধ্যমে তার অধিকার ক্ষুন্ন করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.