দেশের বাজারে এখন পাওয়া যাচ্ছে হোন্ডার হরনেট ২.০ মোটরসাইকেল

0
36
হোন্ডার হরনেট ২.০ মোটরসাইকেল

দেশের বাজারে প্রথমবারের মতো অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ ও পিজিএম-এফআই ইঞ্জিনসমৃদ্ধ হরনেট ২.০ (হরনেট টু পয়েন্ট ও) মোটরসাইকেল এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। দেশব্যাপী হোন্ডার সব অনুমোদিত ডিলার বিক্রয়কেন্দ্রে চার রঙে মোটরসাইকেলটি পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সম্প্রতি এই মোটরসাইকেলের বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের এমডি ও সিইও শিগেরু মাৎসুজাকি এবং প্রধান বিপণন কর্মকর্তা শাহ মুহাম্মদ আশেকুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ মোটরসাইকেলে অত্যাধুনিক প্রযুক্তির হাই পারফরম্যান্স অভিজ্ঞতা পাবেন চালকেরা। এতে রয়েছে জ্বালানিসাশ্রয়ী ও পরিবেশবান্ধব ইঞ্জিন; গিয়ার পজিশন ইন্ডিকেটর; ডিজিটাল লিকুইড ক্রিস্টাল মিটার; স্টাইলিশ এলইডি হেডল্যাম্প, টেইল ল্যাম্প ও ইন্ডিকেটর; শোওয়া গোল্ডেন আপসাইড-ডাউন ফর্ক; পেটাল ডিস্ক ব্রেকস ও সিঙ্গেল-চ্যানেল এবিএস; ইঞ্জিন স্টপ সুইচ; সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সুইচ ও সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর; স্পোর্টি স্প্লিট সিট ও স্পোর্টি আন্ডার কাউল প্রভৃতি। হরনেট ২.০ মোটরসাইকেলের যাত্রা শুরু হয় ১৯৯৬ সালে।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শিগেরু মাৎসুজাকি বলেন, ‘১৮৪.৪ সিসির হরনেট ২.০ এ দেশের মোটরসাইকেলজগতে নতুন মাত্রা যোগ করেছে। এতে আমরা ভীষণ আনন্দিত। এই মোটরসাইকেলে শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি রাইডিং অভিজ্ঞতা আরও উপভোগ্য করবে।’

বাংলাদেশ হোন্ডার প্রধান বিপণন কর্মকর্তা শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, ‘দেশের বাজারে হোন্ডা হরনেট ২.০ মোটরসাইকেল আনতে পেরে আমরা গর্বিত। এটি বিশ্বমানের উদ্ভাবন ও নতুন ধারার ফ্যাশনেবল মোটরসাইকেল সরবরাহে আমাদের প্রতিশ্রুতির প্রমাণ।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.