দেশেই আছেন, জানালেন সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল

0
32
অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম
পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম ভারতে পালিয়ে গেছেন বলে খবর প্রচার হয় গণমাধ্যমে। ওই সকল খবরে বলা হয়, তিনি চলতি মাসের ৬ অক্টোবর দেশ ছাড়েন।
 
সোমবার (১৪ অক্টোবর সেই খবর মিথ্যা বললেন মনিরুল ইসলাম নিজেই। দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।
 
মনিরুল ইসলাম জানান, পাসপোর্ট বাতিল হওয়ার কারণে দেশ ছাড়া সম্ভব হয়নি তার। তিনি দেশেই আছেন।
 
তিনি বলেন, ‘রোববার (১৩ অক্টোবর রমনার বাসায় ঢুকতে পারলাম না। রাস্তা থেকে শুধু দেখলাম। এ বাসায় অনেকদিন থাকছি। অথচ বাসাতে ঢুকতে পারলাম না।’
 
দিল্লির ছবির বিষয়ে প্রশ্নের জবাবে মনিরুল বলেন, ‘২০২২ সালে মার্চের দিকে মালদ্বীপ গিয়েছিলাম পরে দিল্লিতে দুইদিন অবস্থান করেছিলাম।’
 
আত্মসমর্পণ করার প্রসঙ্গে তিনি জানান, তাকে হত্যার পরিকল্পনা করছে জঙ্গিরা। তিনি যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন। এটা তিনি ধারণা করছি। সুষ্ঠু তদন্ত ও প্রফেশনাল তদন্তে সংশ্লিষ্টতা মিললে তিনি গ্রেপ্তার হতে রাজি। আত্মসমর্পণ করারও চিন্তা করছেন তিনি।
 
প্রসঙ্গত, মনিরুল ইসলাম পুলিশের ডিএমপি শাখায় প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে চাকরি করেছেন। ডিএমপির মুখপাত্র থাকায় গণমাধ্যমে ছিলেন আলোচিত মুখ। ২০২১ সালে হয়েছিলেন এসবি শাখার প্রধান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.