দূতাবাসে নিখোঁজ শিশুসন্তান, এক মায়ের মরিয়া লড়াই

0
62
‘এক্সটেরিটোরিয়াল’ সিনেমার দৃশ্য। নেটফ্লিক্স

ওটিটির দর্শকের সবচেয়ে সহজে আকর্ষণের উপায় বোধ হয় অ্যাকশন থ্রিলার নির্মাণ। না হলে ফি সপ্তাহে এত এত এই ঘরানার সিনেমা-সিরিজের ছড়াছড়ি কেন। এই ঘরানার এত এত সিনেমা হয়েছে যে এখন নির্মাতারা বোধ হয় নতুন গল্প খুঁজে পাচ্ছেন না। গল্প নতুন না হোক, নির্মাণে তো অভিনবত্ব আনা যায়। তবে তাঁদের সে কষ্টও করতে হয় না। কারণ, যা-ই বানান, তা-ই হিট। সমালোচকেরা হয়তো রেটিং কম দেন, কিন্তু সারা দুনিয়ার দর্শক যখন হুমড়ি খেয়ে পড়েছে, তখন সমালোচকদের আর কে পাত্তা দেয়। কিছুদিন আগে মুক্তি পাওয়া ফরাসি সিনেমা ‘এড ভিটাম’ ছিল গড়পড়তা মানের কিন্তু সে সিনেমাটিও নেটফ্লিক্সের মুক্তির পর ঝড় তুলেছিল। এবার সেটা হয়েছে জার্মান সিনেমা ‘এক্সটেরিটোরিয়াল’-এর ক্ষেত্রে। গত ৩০ এপ্রিল মুক্তির পর থেকে প্ল্যাটফর্মটির অ-ইংরেজিভাষী সিনেমার তালিকার শীর্ষে রয়েছে সিনেমাটি, ভাঙছে একটার পর একটা রেকর্ড।

একনজরে
সিনেমা: ‘এক্সটেরিটোরিয়াল’
ধরন: অ্যাকশন-থ্রিলার
স্ট্রিমিং: নেটফ্লিক্স
পরিচালনা: ক্রিশ্চিয়ান জুবার্ট
অভিনয়ে: জিন গার্সো, লিরা অ্যাবোভা ও ডুগ্রে স্কট
রানটাইম: ১ ঘণ্টা ৪৯ মিনিট

রেকর্ড আর রেকর্ড
মুক্তির প্রথম দুই সপ্তাহেই সিনেমাটি ঝড় তুলেছে নেটফ্লিক্সের গ্লোবাল চার্টে। প্রথম সপ্তাহে দর্শকসংখ্যা ৩৮.৩ মিলিয়ন, দ্বিতীয় সপ্তাহে ২৩.৭ মিলিয়ন—মোট ৬২ মিলিয়ন ভিউ নিয়ে ইতিমধ্যে এটি জায়গা করে নিয়েছে নেটফ্লিক্সের সর্বকালের সবচেয়ে বেশি দেখা অ-ইংরেজিভাষী সিনেমার তালিকার ৮ নম্বরে।

গল্প কী নিয়ে
নারীপ্রধান সিনেমা ‘এক্সটেরিটোরিয়াল’ মূলত সন্তানকে ফিরে পেতে এক মায়ের মরিয়া লড়াইয়ের গল্প। সারা উলফ (জিন গার্সো) সাবেক সেনা কর্মকর্তা। অংশ নিয়েছিলেন আফগানিস্তান যুদ্ধেও। সারার স্বামী ছিলেন মার্কিন নাগরিক, আফগানিস্তানে তিনি নিহত হন। কেবল তিনিই নন, ওই টিমের সব সেনাসদস্যই তালেবানের হামলায় মারা যান; কেবল সারাই বেঁচে ফেরেন। একমাত্র শিশুসন্তানকে নিয়ে সারার জীবন। হঠাৎই যুক্তরাষ্ট্রে একটি কাজের প্রস্তাব পান তিনি।

‘এক্সটেরিটোরিয়াল’ সিনেমার দৃশ্য। নেটফ্লিক্স
‘এক্সটেরিটোরিয়াল’ সিনেমার দৃশ্য। নেটফ্লিক্স

বেতন মন্দ না, ঠিক করেন, সন্তানকে নিয়ে সেখানেই থিতু হবেন। ভিসার আবেদন করতে হাজির হন মার্কিন দূতাবাসে। এখান থেকেই ঘটনার শুরু। ভিসার আবেদন দীর্ঘ প্রক্রিয়া। বাচ্চা বারবার বিরক্ত করে দেখে সন্তানকে দূতাবাসের প্লে রুমে রেখে আসেন সারা। একটু পরেই দেখেন সন্তান উধাও! সারা তখন পাগলপ্রায়। কোথায় গেল সে? এদিকে দূতাবাসের কর্মকর্তারা জানান, সারা একাই এসেছেন; সঙ্গে কেউ ছিল না!

সারাকে ভিডিও ফুটেজও দেখান কর্মকর্তারা। কিন্তু ঘটনা আসলে কী? সারা যুদ্ধপরবর্তী ট্রমায় ভুগছেন। সন্তানকে নিয়ে আসা কি তাঁর নেহাত কল্পনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র—এমন প্রশ্ন নিয়ে এগিয়ে চলে গল্প।

নতুন কী আছে
‘এক্সটেরিটোরিয়াল’ প্রথমে যতটা বাস্তববাদী মনে হয়, একসময় সেটা বদলে যায়। পরে নির্মাতা খেই হারিয়ে ফেলেন। কখনো ‘জন উইক’-এর কিয়ানু রিভস আবার কখনো মনে পড়ে ‘টেকেন’-এর লিয়াম নিসনকে।

‘এক্সটেরিটোরিয়াল’ সিনেমার দৃশ্য। নেটফ্লিক্স
‘এক্সটেরিটোরিয়াল’ সিনেমার দৃশ্য। নেটফ্লিক্স

সন্তানকে ফিরে পেতে মরিয়া মাকে নিয়ে থ্রিলার বানাতে চেয়েছেন নির্মাতা ক্রিশ্চিয়ান জুবার্ট; কিন্তু নতুন কিছুই দিতে পারেননি। না আছে গল্পের মোড় ঘোরানো কোনো বাঁক, না আছে অভিনব কোনো অ্যাকশন দৃশ্য। মা আর সন্তানের গল্পে কিন্তু নির্মাতা এমন কোনো আবেগ তৈরি করতে পারেননি, যা দর্শককে ছুঁয়ে যাবে। সিনেমাটি জার্মান কিন্তু চিন্তাভাবনায় সস্তা হলিউডি থ্রিলার থেকে প্রবলভাবে প্রভাবিত। তবে নির্মাতা রিলসপ্রেমী তরুণদের কথা না ভেবে ছবিতে অনেক লং টেক রেখেছেন, কাটও কম; ফলে দেখতে দেখতে অস্থির লাগে না।

অভিনয় চলনসই
‘এক্সটেরিটোরিয়াল’ পুরোপুরি চরিত্রনির্ভর সিনেমা। সারা উলফ চরিত্রে অভিনয় করা জিন গার্সোই সিনেমার প্রাণভোমরা। প্রায় প্রতিটি ফ্রেমেই তিনি আছেন। অ্যাকশন তারকা হিসেবে সিনেমায় তিনি ছিলেন চলনসই।

‘এক্সটেরিটোরিয়াল’ সিনেমার দৃশ্য। নেটফ্লিক্স
‘এক্সটেরিটোরিয়াল’ সিনেমার দৃশ্য। নেটফ্লিক্স

খুব খারাপ না, আবার এমন কিছুও করেননি যে তাঁকে আলাদা করে মনে রাখতে হবে। কিছু কিছু দৃশ্যে তাঁকে শার্লিজ থেরনের দ্বারা প্রবলভাবে অনুপ্রাণিত মনে হয়েছে। ‘বারবারিয়ানস’ ও ‘দ্য কেমিস্ট্রি অব ডেথ’ সিরিজে তাঁর কাজ যাঁরা দেখেছেন, জিনের প্রতি তাঁদের আশা আরও বেশিই ছিল। এই সিরিজে আফগানফেরত সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি। মজার ব্যাপার, চলতি বছরই ‘কাবুল’ নামের সিরিজে একই ধরনের চরিত্রে পাওয়া গেছে তাঁকে।

ঢাকা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.