দুর্নীতির মামলায় ট্রাম্পের বিচার শুরু

0
108
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আর্থিক দুর্নীতির মামলায় নিউইয়র্কের ম্যানহাটানের আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরু হয়েছে। সোমবার তিনি আদালতে হাজির হলে শুনানি অনুষ্ঠিত হয়। ট্রাম্প ছাড়াও তাঁর দুই ছেলে ও প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে এ দিন বিচার শুরু হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সম্পদের মূল্য অতিরঞ্জিত করেছেন; কর সংগ্রহকারী, ঋণদাতা ও ইন্স্যুরেন্স কোম্পানিকে মিথ্যা বলেছেন।

শুনানিতে নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল অফিসের আইনজীবী কেভিন ওয়ালেস বলেন, দুর্নীতির মাধ্যমে ট্রাম্প ১০০ কোটি ডলারের বেশি সম্পদ উপার্জন করেন।

ডেমোক্রেট দলীয় নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস কয়েক বছরের তদন্তের পর ট্রাম্প ও কোম্পানির বিরুদ্ধে আর্থিক বিবরণীতে তথ্য গোপনের এ অভিযোগ আনেন। ট্রাম্প এ বিচারকে ‘প্রেতাত্মা খোঁজা’ বলে বর্ণনা করে আসছেন। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে তাঁকে এজলাসে বসা এবং পরে রাগান্বিত ভঙ্গিতে আদালত থেকে বের হতে দেখা গেছে।

দোষী সাব্যস্ত হলে ট্রাম্পকে জেলে যেতে হবে না। তবে তিনি ব্যবসায়িক ক্ষতিতে পড়তে পারেন। ইউনিভার্সিটি অব ওয়েস্ট মিনিস্টারের অধ্যাপক জন ই. ওয়েনস বলেন, দোষী হলে কয়েকটি ব্যবসার লাইসেন্স হারাতে পারেন ট্রাম্প। সেই সঙ্গে বড় অঙ্কের আর্থিক জরিমানাও হতে পারে। ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন বলেন, সম্পদ হারানোটা হবে ট্রাম্পের জন্য বড় আঘাত। এ নিয়েই তিনি সবচেয়ে বেশি আতঙ্কে থাকেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.