বলিউড সুপারস্টার আমির খানের কাছে ঈদ মানেই পরিবার। প্রতিবার পরিবারের সঙ্গে বিশেষ এ দিনটি কাটান তিনি। এবারের ঈদ মা, সন্তান আর দুই সাবেক স্ত্রীয়ের সঙ্গে কাটালেন আমির।
ঈদ উদ্যাপন করতে সোমবার আমিরের কাছে এসেছিল তাঁর দুই ছেলে জুনাইদ এবং আজাদ। এই বলিউড তারকার দুই সাবেক স্ত্রী রীনা আর কিরণ রাওকেও আসতে দেখা গিয়েছিল। বিবাহবিচ্ছেদের পরেও আমিরের সঙ্গে তাঁর সাবেক দুই স্ত্রীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় আছে।
প্রতিবার ঈদের দিনটি তাঁরা আমির আর তাঁর পরিবারের সঙ্গে কাটান। সম্প্রতি আমির তাঁর ৬০তম জন্মদিনে জানিয়েছেন নতুন সম্পর্কের কথা। এদিন আমির তাঁর সঙ্গী গৌরীর সঙ্গে সংবাদমাধ্যমের পরিচয় করিয়ে দিয়েছিলেন। আমির জানিয়েছিলেন, ১৮ মাস ধরে গৌরীর সঙ্গে তাঁর সম্পর্ক আছে।

ঈদের দিন সাদা পাজামা-পাঞ্জাবিতে দেখা গিয়েছিল আমিরকে। ভক্তদের সঙ্গে দেখা করতে আবাসনের নিচে নেমে এসেছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। এদিন জুনাইদ আর আজাদকেও সাদা পাজামা-পাঞ্জাবি পরে দেখা গিয়েছিল। ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও এবং ছবিতে দেখা যায়, জুনাইদ আর আজাদকে উষ্ণ আলিঙ্গন করছেন আমির। এই বলিউড তারকা তাঁর ভক্ত এবং পাপারাজ্জিদের মধ্যে নিজের হাতে কাজু বরফি বিতরণ করেছিলেন।
চিত্রপরিচালক রাজকুমার সন্তোষীকে আমিরের ফ্ল্যাটের বারান্দায় আজ দেখা গিয়েছিল। রাজকুমারকে দেখার পর ‘আন্দাজ আপনা আপনা ২’-এর জল্পনা আরও জোরালো হয়ে গেছে। ২৫ এপ্রিল ‘আন্দাজ আপনা আপনা’ পুনরায় ছবিটি মুক্তি পেতে চলেছে। আমিরের আগামী প্রযোজিত ছবি ‘লাহোর ১৯৪৭’ পরিচালনা করছেন রাজকুমার সন্তোষী।