ফেনীতে দুই শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগে করা মামলায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতে তাঁদের দুজনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
এই দুজন হলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম মধুগ্রাম এলাকার আবদুল আজিম (৪৫) ও ফেনী পৌরসভার মধ্যম বিরিঞ্চি গ্রামের মায়া বেগম (৪০)।
গত মঙ্গলবার রাত দুইটার দিকে ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার পচি ফকির বাড়ির সাইদুল ইসলামের বসতঘরে আগুনে তাঁর দুই শিশুসন্তান মাইদুল ইসলাম (১৩) ও রাহাদুল ইসলামের (৭) মৃত্যু হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে সাইদুল ইসলাম বাদী হয়ে দুই ছেলেকে হত্যার অভিযোগে ১৩ জনের নাম উল্লেখ করে এবং ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুই আসামিকে ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


















