সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে হেরে যাওয়ায় সেমির দৌড়ে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশের সামনে এখন অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে হারলেই বাদ। খাঁদের কিনারায় দাঁড়িয়ে আজ মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ডু অর ডাই সমীকরণের সামনে দাঁড়িয়ে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের একাদশের দুটি পরিবর্তন এনেছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। লেবাননের বিপক্ষে শুরু করা একাদশের থেকে আজকের ম্যাচে নেই স্ট্রাইকার সুমন রেজা ও লেফট উইঙ্গার মজিবর রহমান জনি। তাদের জায়গায় আজ শুরু থেকে খেলবেন রাকিব হোসেন ও মোহাম্মদ হৃদয়। পোস্টের দায়িত্বে যথারীতি আনিসুর রহমান জিকো। তার সামনে চার রক্ষণভাগের সৈনিক তপু বর্মন, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ ও ইশা ফয়সাল।
মিডফিল্ডার হিসেবে থাকবেন দুই অভিজ্ঞ জামাল ভুঁইয়া ও সোহেল রানা। তাদের ঠিক সামনে আক্রমণ সাজানোর দায়িত্বে থাকবেন আবাহনীর দুই মিডফিল্ডার সোহেল ও হৃদয়। আর সামনে গোলের দায়িত্বে রাকিব ও ফয়সাল আহমেদ ফাহিম।
বাংলাদেশের শুরুর একাদশ: আনিসুর রহমান জিকো, তপু বর্মন, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, ইশা ফয়সাল, জামাল ভুঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ সোহেল রানা, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম।