দুই কোরীয় তারকার বিয়ে

0
17
ব্যাং মিনা ও অন জু ওয়ান

দীর্ঘদিনের পরিচয় থেকে প্রেম আর প্রেম থেকে বিয়ে সারছেন দক্ষিণ কোরীয় অভিনেতা অন জু ওয়ান ও কেপপ গায়িকা, ‘গার্লস ডে’র সাবেক সদস্য ও অভিনেত্রী ব্যাং মিনা। আগামী নভেম্বরে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন বলে শুক্রবার জানিয়েছে দুজনের এজেন্সি।

অন জু ওয়ানের এজেন্সি হেওয়াদাল এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে লিখেছে, ‘দীর্ঘদিনের সম্পর্কের পর তাঁরা জীবনের বাকি সময়টা একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।’ দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব নিয়ে নিয়ে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা হবে।

মিনার এজেন্সি এসএম সিঅ্যান্ডসি এক বিবৃতিতে বলেছে, ‘দুজনের পরিচয় বহুদিনের, ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। এবার তাঁরা নতুন এক যাত্রা শুরু করতে চলেছেন। বিয়ের পরও তাঁরা দুজনেই অভিনয় চালিয়ে যাবেন বলে জানিয়েছে এজেন্সি।’

২০১৬ সালে এসবিএসের ‘বিউটিফুল গং শিম’ ড্রামাতে প্রথমবার একসঙ্গে কাজ করেন মিনা ও অন। এরপর ২০২১ সালে ‘দ্য ডেজ’–এ আবারও একসঙ্গে অভিনয় করতে গিয়ে তাঁদের সম্পর্ক আরও গভীর হয়।

২০১০ সালে গার্লস ডের মাধ্যমে গানের জগতে পা রাখেন মিনা। এরপর অভিনয়ে আসেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ড্রামার মধ্যে রয়েছে ‘বিউটিফুল গং শিম’, ‘মাই অ্যাবসোলিউট বয়ফ্রেন্ড’ ও ‘ডেলিভারি ম্যান’। এ ছাড়া সিনেমা ‘স্নোবল’ ও ‘মিস ফরচুন’-তেও অভিনয় করেছেন তিনি।

অন্যদিকে অন জু ওয়ান ২০০২ সালের ‘রাস্টিক পিরিয়ড’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এরপর তাঁকে দেখা গেছে ‘ফ্লাইং বয়েজ’, ‘পিটার প্যান’, ‘দ্য টেস্ট অব মানি’ ও ‘অবসেসড’-এর মতো সিনেমায়।

সূত্র: কোরিয়া টাইমস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.