দুইশ’র আগে ৭ উইকেট হারাল বাংলাদেশ

0
155
Bangladesh's captain Shakib Al Hasan (L) plays a shot during the 2023 ICC Men's Cricket World Cup one-day international (ODI) match between New Zealand and Bangladesh at the MA Chidambaram Stadium in Chennai on October 13, 2023. (Photo by R. Satish BABU / AFP) / -- IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE --

নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলের রান ৫৬ হতেই ৪ উইকেট হারায় টাইগাররা। ইনিংসের প্রথম বলে উইকেট বিলিয়ে দেন লিটন দাস। এরপর ছন্দ ফেরার আশা দিয়ে তানজিদ তামিম (১৬) ও মেহেদী মিরাজ (৩০) আউট হন। চারে নেমে রান করতে পারেননি নাজমুল শান্তও (৭)। পরে সেট হয়ে ফিরেছেন সাকিব ও মুশফিক।

বাংলাদেশ ৩৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ। তার সঙ্গী তাসকিন। এর আগে সাকিব ৪০ রান করে ফিরেছেন। মুশফিক বোল্ড হয়েছেন ৬৬ রান করে। চারটি চার ও দুটি ছক্কা মেরেছেন তিনি। তাওহীদ হৃদয় ফিরেছেন ১৩ রান করে।

চেন্নাইয়ে এই ম্যাচে দুই দলের একাদশেই পরিবর্তন এসেছে। বাংলাদেশের একাদশে শেখ মাহেদীর পরিবর্তে মাহমুদউল্লাহ রিয়াদ জায়গা পেয়েছেন। পেস বোলিং বিভাগে মতোই তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম জায়গা পেয়েছেন। চেন্নাইয়ের উইকেটে বাড়তি স্পিনার নেয়নি বাংলাদেশ।

অন্যদিকে বাংলাদেশ ম্যাচ দিয়ে ছয় মাসের ইনজুরি কাটিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরেছেন কেন উইলিয়ামসন। তাকে জায়গা করে দিয়েছেন উইল ইয়াং।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল শান্ত, মেহেদী মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মাহেদী হাসান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.