দিল্লিতে ভারী বৃষ্টিপাতে রেড অ্যালার্ট জারি, নিহত ২

0
66

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বুধবার সন্ধ্যায় ভারী বৃষ্টিপাতের কারণে ২ জন নিহত হয়েছেন। এছাড়া বৃষ্টিপাত আরও অব্যাহত থাকার সম্ভাবনা থাকায় সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ও সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) দিল্লিতে রেড অ্যালার্ট জারি পর সব বাসিন্দাদের অপ্রয়োজনে ঘর থেকে বের না হবার পরামর্শ দিয়েছে। এছাড়া দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি বুধবার সব স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

ব্যাপক বৃষ্টির কারণে দিল্লি-নয়ডা এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া মেহরাউলি-ছত্তারপুর সড়কের যাত্রীরা প্রবল বৃষ্টির কারণে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে রাস্তায় আটকে থাকার দাবি করেছেন।

অন্যদিকে দিল্লির গাজীপুরে খোদা কলোনি এলাকায় পা পিছলে ড্রেনে পড়ে তনুজা (২২) নামে এক নারী তার ৩ বছরের সন্তানের মৃত্যু হয়েছে। এছাড়া উত্তর দিল্লির সবজি মান্ডি এলাকায় একটি বাড়ি ধসে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

এমন বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হয়েছে বিমান চলাচল। বৃষ্টির কারণে অন্তত ১০টি বিমান দিল্লিতে নামতে পারেনি। এমন পরিস্থিতির কারণে বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের যাত্রীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে। এছাড়া ফ্লাইট চলবে কিনা সে ব্যাপারেও আগে থেকে জেনে আসতে বলেছে তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.