জি২০ শীর্ষ সম্মেলন সামনে রেখে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিকে। আর এর জন্য ব্যয় হয়েছে ৪ হাজার ১০০ কোটি টাকা। খবর এনডিটিভির
দেশটির সরকারি রেকর্ড বলছে, ব্যয়গুলো ১২টি ভাগে ভাগ করা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কোন কোন খাতে খরচের ওপর জোর দেওয়া হয়েছে।
জি২০ বৈঠকে যোগ দিতে আসছেন বিশ্বের একাধিক রাষ্ট্রনেতা। সে ক্ষেত্রে নিরাপত্তার ওপর বেশি জোর দেওয়া হয়েছে। এ ছাড়া রাস্তা, ফুটপাত, সাইনবোর্ড এবং আলোর রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ব্যয় করা হয়েছে বেশি।
৯টি সরকারি সংস্থা এ ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছে। এর মধ্যে রয়েছে– নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি), মিউনিসিপ্যাল করপোরেশন অব দিল্লি বা দিল্লি পৌরসভা থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভাগ রয়েছে। এই বিভাগগুলো মিলে উদ্যান বিভাগের উন্নতি থেকে শুরু করে জি২০ ব্র্যান্ডিংয়ের জন্য ৭৫ লাখ থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা খরচ করেছে বলে জানা গেছে।
এখন পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী, এই ৪ হাজার কোটি টাকার মধ্যে ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন (আইটিপিও), সড়ক পরিবহন মন্ত্রণালয়, দিল্লি পুলিশ, এনডিএমসি এবং দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ (ডিডিএ) এই সামিটের মোট ব্যয়ের ৯৮ শতাংশ বহন করছে।