মুখে আবির মাখা ছবি পোস্ট করে পূজা চেরি লিখেছেন, ‘হোলি মানেই রঙের সঙ্গে মেতে উঠতে ভালো লাগে।’কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী ছবিটি পোস্ট করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘সবাইকে শুভ হোলির শুভেচ্ছা’অভিনেত্রী আশনা হাবীব ভাবনা ৯ বছর আগের ছবি পোস্ট করে হোলির শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে’।ছবিটি পোস্ট করে আপু বিশ্বাস ভক্তদের হোলির শুভকামনা জানিয়েছেনঅভিনেত্রী সুষমা সরকার লিখেছেন, ‘এমন দোলপূর্ণিমার কোনো এক সন্ধ্যায় জন্মেছিলাম। এবার ইংরেজি আর বাংলাটা সুন্দর মিলে গেল। সবাইকে দোলপূর্ণিমার শুভেচ্ছা’জ্যোতিকা জ্যোতি রং মাখানো ছবি দিয়ে লিখেছেন, ‘রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে’
তিব্বতের লুনজে বিমানঘাঁটিতে চীন ৩৬টি মজবুত বিমান বাংকার, নতুন প্রশাসনিক ব্লক এবং একটি নতুন অ্যাপ্রন নির্মাণ করেছে। এই ঘাঁটিটি অরুণাচল প্রদেশের ভারত ও চীন...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার বিচার কার্যক্রমের একটি অংশকে একশ্রেণির অসাধু ইউটিউবাররা বাজেভাবে...