মুখে আবির মাখা ছবি পোস্ট করে পূজা চেরি লিখেছেন, ‘হোলি মানেই রঙের সঙ্গে মেতে উঠতে ভালো লাগে।’কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী ছবিটি পোস্ট করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘সবাইকে শুভ হোলির শুভেচ্ছা’অভিনেত্রী আশনা হাবীব ভাবনা ৯ বছর আগের ছবি পোস্ট করে হোলির শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে’।ছবিটি পোস্ট করে আপু বিশ্বাস ভক্তদের হোলির শুভকামনা জানিয়েছেনঅভিনেত্রী সুষমা সরকার লিখেছেন, ‘এমন দোলপূর্ণিমার কোনো এক সন্ধ্যায় জন্মেছিলাম। এবার ইংরেজি আর বাংলাটা সুন্দর মিলে গেল। সবাইকে দোলপূর্ণিমার শুভেচ্ছা’জ্যোতিকা জ্যোতি রং মাখানো ছবি দিয়ে লিখেছেন, ‘রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে’
নেদারল্যান্ডস টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে। সেই চ্যালেঞ্জ নিয়ে আগে ব্যাট করে রানের বন্যা গড়তে চাচ্ছে টাইগাররা। কিন্তু তাদের সেই চাওয়ায় বাগড়া...
‘শ্রমজীবীদের কম মজুরি, অথচ রাষ্ট্রের নীতিনির্ধারকদের বিলাসবহুল জীবনযাপন’ ইস্যুতে বিক্ষোভে ফুঁসছে ইন্দোনেশিয়া। এরই মধ্যে দেশটির রাজধানী জাকার্তায় পুলিশের গাড়িচাপায় এক বিক্ষোভকারী নিহত হওয়ার খবর...