সিরিয়ার রাজধানী দামেস্কের কাছের এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে চার সিরীয় সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত আরও চারজন।
একটি সামরিক সূত্রের বরাত দিয়ে আজ সোমবার ভোরে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।
সামরিক সূত্রের ভাষ্য, গতকাল রোববার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে ইসরায়েলি বাহিনী অধিকৃত সিরীয় গোলান মালভূমি থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। দামেস্কের কাছের এলাকাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়।
সূত্র আরও জানায়, সিরিয়ার আকাশপ্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়।
ইসরায়েল বেশ কয়েক বছর ধরে সিরিয়ায় হামলা চালিয়ে আসছে। ইসরায়েলের দাবি, তারা সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। গৃহযুদ্ধের পর দেশটিতে ইরানের প্রভাব বাড়ে। এই গৃহযুদ্ধে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ নিয়েছে তেহরান।