দশম শ্রেণিতে ফেল, বিয়ে করে সিনেমা থেকে দূরে চলে যান

0
26
শিল্পা শিরোদকর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

‘হাম’, ‘আঁখে’, ‘গাওয়াহ’-এর মতো ছবি দিয়ে বলিউডে অভিষেক হওয়া অভিনেত্রী শিল্পা শিরোদকর অনেক দিন ধরেই আর সিনেমা করেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড থেকে দূরে থাকার কারণ প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পা শিরোদকর অপরেশ রঞ্জিতের সঙ্গে বিয়ে, স্বামীর ব্যাংকার হওয়া, ডাবল এমবিএ করা, জীবনের বিভিন্ন দিকের পরিবর্তন আসার মতো সব প্রশ্নের উত্তর দিয়েছেন।

শিল্পা শিরোদকর নিউজিল্যান্ডে স্থায়ী হয়েছেন। তিনি নিজের সিদ্ধান্তের জন্য কখনো অনুশোচনা করেননি। পিঙ্কভিলার সঙ্গে কথোপকথনে শিল্পা শিরোদকর বলেন, ‘বিরতি নেওয়ার জন্য আমার কোনো অনুশোচনা নেই। আমি ব্যস্ত থাকার অভাব বোধ করি, তবে আমি এমন মিষ্টি, সুন্দর এবং সাধারণ মানুষের সঙ্গে বিয়ে করে খুশি, আমার সংসারজীবন শুরু করা আমার পক্ষে খুব গুরুত্বপূর্ণ ছিল।’

স্বামীর সঙ্গে শিল্পা শিরোদকর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
স্বামীর সঙ্গে শিল্পা শিরোদকর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সাক্ষাৎকারে শিল্পা শিরোদকর বলেন, ‘দুর্ভাগ্যবশত আমি ভারত ছেড়েছি এবং এ কারণে আমার পক্ষে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল।’

শিল্পা জানান যে স্বামীর সঙ্গে দেখা করার পরেই তিনি মুম্বাই ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। অভিনেত্রী শিল্পা শিরোদকর বলেন, ‘আমি আমার অপরেশের সঙ্গে দেখা করি এবং দেড় দিনের মধ্যে আমি তাঁকে বিয়ের জন্য হ্যাঁ বলে দিই। পড়াশোনার জন্য বিদেশে যাচ্ছিলেন তিনি। আমি ওর সততা পছন্দ করতাম।’

শিল্পা তাঁর এবং তাঁর স্বামীর শিক্ষাগত পটভূমি সম্পর্কেও কথা বলেছেন। শিল্পা শিরোদকর বলেন, ‘আমি ক্লাস টেন ফেল। আমার স্বামী একজন ব্যাংকার। তিনি ডাবল এমএ ও খুব শিক্ষিত। কিন্তু ওর সামনে নিজেকে কখনো ছোট মনে হয়নি।’
বিয়ের পর সিনেমার প্রস্তাব পেয়েছিলেন? এ প্রশ্নের উত্তরে শিল্পা বলেন, ‘বিয়ের পর মেয়েরা সেভাবে সিনেমার প্রস্তাব পেতেন না তখন। আমি খুব একটা বড় তারকাও ছিলাম না।’ শিল্পা শিরোদকর যখন দীর্ঘদিন পর ভারতীয় টেলিভিশনজগতে ফিরে আসেন, তখন তিনি আগের মতো পরিচিতি পাননি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.