বিশ্বে এক মাসে করোনায় মৃত্যু ১০ হাজার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0
66

বিশ্বজুড়ে করোনা আবারও ভয়ংকর রূপ ধারণ করছে। গত এক মাসে বিশ্বে করোনায় প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস।

বৃহস্পতিবার বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, মানুষ ছুটি কাটাতে বিশ্বের বিভিন্ন স্থানে ভিড় জমাচ্ছে। এ কারণে করোনার প্রচলিত ধরনগুলো ব্যাপক আকারে ছড়াচ্ছে। ফলে বিশ্বব্যাপী গত মাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। ডিসেম্বর মাসে প্রায় ১০ হাজার মানুষ করোনায় মারা গেছে। এ সময় হাসপাতালে করোনা রোগী ভর্তির হার ৪২ শতাংশ বেড়েছে। ইউরোপ-আমেরিকার ৫০টি দেশে এ সংখ্যা বেড়েছে।

জেনেভায় সংস্থার সদরদপ্তরে আধানম বলেন, মহামারি সময়ের তুলনায় ১০ হাজার মৃত্যুর সংখ্যা অনেক কম। কিন্তু প্রতিরোধের এ পর্যায়ে এসে এত মৃত্যু গ্রহণযোগ্য নয়। ইউরোপ-আমেরিকার বাইরেও করোনা সংক্রমণ নিশ্চিত বাড়ছে। তবে সেসব নজরে আসছে না। তিনি এ জন্য বিশ্বের দেশগুলোকে নজরদারি বাড়ানোর পাশাপাশি চিকিৎসা ও টিকা সরবরাহ ব্যবস্থা চালু রাখার আহ্বান জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য ভ্যারিয়েন্ট হলো জেএন-১। এটি মূলত ওমিক্রনের একটি ধরন। এর বিপরীতে টিকা এখনও কার্যকর রয়েছে।

সংস্থাটির কভিড-১৯ বিষয়ক প্রযুক্তিগত কর্মকর্তা মারিয়া ভ্যান কেরখোভ মনে করেন, করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে নিউমোনিয়াসহ শ্বাসকষ্টজনিত রোগ বৃদ্ধি পেয়েছে। প্রচণ্ড ঠান্ডার কারণে এই প্রবণতা উত্তর গোলার্ধে জানুয়ারি মাসজুড়ে অব্যাহত থাকতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.