দক্ষিণ এশিয়ার সেরা প্রথম আলো

‘ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’

0
103
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

জুলাই গণ-অভ্যুত্থানে সাহসী সাংবাদিকতা, তরুণ পাঠকদের যুক্ততা ও পরবর্তী নানামুখী উদ্যোগের জন্য বৈশ্বিক স্বীকৃতি পেল প্রথম আলো।

সংবাদমাধ্যমের সবচেয়ে বড় বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের ‘ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’-এ প্রথম আলো পেয়েছে ‘দক্ষিণ এশিয়ার সেরা’র পুরস্কার। এতে বিশ্বের ছয়টি অঞ্চল থেকে ছয়টি উদ্যোগকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়। দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত করা হয় প্রথম আলোকে।

বিশ্বব্যাপী সংবাদমাধ্যমগুলোতে উদ্ভাবনী উদ্যোগ ও শ্রেষ্ঠ চর্চার স্বীকৃতিস্বরূপ দেওয়া হয় গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড। এটি গণমাধ্যমের জন্য সর্বোচ্চ আন্তর্জাতিক স্বীকৃতি।

ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডে দুটি শ্রেণিতে আরও দুটি পুরস্কার পেয়েছে প্রথম আলো। ‘বেস্ট আইডিয়া টু এনকারেজ রিডার এনগেজমেন্ট’ শ্রেণি বা ক্যাটাগরিতে (ন্যাশনাল ব্র্যান্ড) প্রথম আলো প্রথম স্থান অর্জন করেছে। এই শ্রেণিতে পেরুর এল কমার্সিও গ্রুপ দ্বিতীয় এবং নরওয়ের শিবস্ট্যাড মিডিয়া তৃতীয় পুরস্কার পেয়েছে।

‘বেস্ট ইউজ অব অ্যান ইভেন্ট টু বিল্ড এ নিউজ ব্র্যান্ড’ শ্রেণিতে (ন্যাশনাল ব্র্যান্ড) ‘জাতীয় স্বাস্থ্য অলিম্পিয়াড’ উদ্যোগের জন্য তৃতীয় পুরস্কার পেয়েছে প্রথম আলো। এই শ্রেণিতে প্রথম হয়েছে যুক্তরাষ্ট্রের ডো জোন্‌স এবং দ্বিতীয় হয়েছে ভারতের হিন্দুস্তান টাইমস।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানের এডিসন হোটেলের বলরুমে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টা) গণমাধ্যমের বিশ্ব কংগ্রেসে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে প্রথম আলোর খবর ছিল সাহসী সাংবাদিকতার প্রতিচ্ছবি। পরবর্তী সময়ে গণ-অভ্যুত্থান-সংক্রান্ত প্রথম আলোর নানামুখী উদ্যোগ ছিল অনন্য। যার ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রথম আলো এই সর্বোচ্চ পুরস্কার পেল।

বিশ্বের ৯৩টি দেশের ১ হাজারের বেশি সংবাদমাধ্যমের সমন্বয়ে গঠিত সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা)। তারা ১৯৩৭ সাল থেকে সংবাদমাধ্যমের নানা ধরনের অনন্য উদ্যোগের স্বীকৃতি দিয়ে আসছে।

বিভিন্ন দেশের পত্রিকা, ম্যাগাজিন, ডিজিটাল প্ল্যাটফর্ম, টেলিভিশন ও রেডিওর জন্য অন্যতম সম্মানজনক এই প্রতিযোগিতায় এবার ৪৯টি দেশের ২৮৬টি সংবাদমাধ্যম প্রতিষ্ঠান থেকে জমা পড়ে ৮৩৯টি উদ্যোগ। এর মধ্য থেকে ১৯৮টি উদ্যোগকে ‘ফাইনালিস্ট’ (প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে স্থান পাওয়া) নির্বাচিত করে বিশ্বের ২৬টি দেশের ৬০ জন সংবাদমাধ্যম নির্বাহীর সমন্বয়ে গঠিত জুরিবোর্ড (বিচারক প্যানেল)। সেখান থেকে ৭টি বিভাগে ২০টি শ্রেণিতে পুরস্কার দেওয়া হয়।

প্রথম আলো ছাড়াও এ বছরের পুরস্কারপ্রাপ্তির তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য বোস্টন গ্লোব, যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল টাইমস, কানাডার টরন্টো স্টার, নরওয়ের অ্যামেডিয়া, নিউজিল্যান্ডের দ্য ওয়াইকাতো টাইমস, স্পেনের প্রিসা মিডিয়া ও দ্য ভসেন্তো, সুইডেনের এনটিএম, ফিনল্যান্ডের আলমা মিডিয়া, ব্রাজিলের আরবিএস গ্রুপ, ভারতের দ্য হিন্দু, জাগরণ প্রকাশন ও এপিবি, অস্ট্রেলিয়ার নিউজ করপোরেশন, হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্টসহ বিভিন্ন দেশের সংবাদমাধ্যম ও সংবাদমাধ্যমের মালিক প্রতিষ্ঠান।

বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর ই-শিক্ষা উদ্যোগ কিরণ ‘বেস্ট কমার্স প্রোডাক্ট অর সার্ভিস’ শ্রেণিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছে।

প্রথম আলো বৈশ্বিক এই প্রতিযোগিতায় আগেও সাফল্য পেয়েছে। এর আগে ইনমায় বাংলাদেশ থেকে প্রথম আলো ২০২১ সালে একটি সম্মানজনক স্বীকৃতি, ২০২২ সালে একটি প্রথম স্থান ও একটি দ্বিতীয় স্থান, ২০২৩ সালে একটি দ্বিতীয় স্থান ও একটি সম্মানজনক স্বীকৃতি এবং ২০২৪ সালে একটি দ্বিতীয় স্থান, একটি তৃতীয় স্থান ও একটি সম্মানজনক স্বীকৃতি অর্জন করে।

দক্ষিণ এশিয়ার সেরার পুরস্কার

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রথম আলো ধারাবাহিকভাবে সব খবর বস্তুনিষ্ঠভাবে ছাপা পত্রিকা, ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ায় পাঠকদের জন্য প্রকাশ করেছে। এ সত্য ও সাহসী প্রতিবেদনের কারণে সাধারণ পাঠকদের সত্য খবর জানার প্রধান উৎস হয়ে ওঠে প্রথম আলো।

আন্দোলনের ৩৬ দিনে (১ জুলাই থেকে ৫ আগস্ট) প্রথম আলোর অনলাইন সংস্করণ প্রথম আলো ডটকমে পেজ ভিউ (পাঠক কতবার পড়েছেন) হয়েছে ৩১ কোটি। শুধু আগস্ট মাসে প্রথম আলো ডটকম ৩৫ কোটি পেজ ভিউ পেয়েছে, যা বাংলাদেশের যেকোনো গণমাধ্যমের জন্য একটি মাইলফলক।

৩৬ দিনে ৩১ কোটি পেজ ভিউর ৪৩ শতাংশ এসেছে জেন-জি (জেনারেশন-জেড) পাঠকদের মধ্য থেকে। অর্থাৎ পাঠকের বড় অংশই ছিল তরুণ, বয়স ১৮ থেকে ২৪ বছর। তাঁরা সাধারণ সময়ের চেয়ে ৭৪ দশমিক ৫২ শতাংশ বেশি ‘এনগেজমেন্ট’ করেছে প্রথম আলোতে। ওই সময় পত্রিকার প্রচারসংখ্যা বৃদ্ধি পেয়েছিল ২ লাখ কপি।

 ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের (ইনমা) ‘ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’–এ বিশ্বের ছয়টি অঞ্চল থেকে ছয়টি উদ্যোগকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়। দক্ষিণ এশিয়া থেকে সেরা নির্বাচিত হয় প্রথম আলো। পুরস্কারজয়ী অন্য পাঁচটি সংবাদমাধ্যমের প্রতিনিধি ও আয়োজকদের সঙ্গে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে
ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের (ইনমা) ‘ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’–এ বিশ্বের ছয়টি অঞ্চল থেকে ছয়টি উদ্যোগকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়। দক্ষিণ এশিয়া থেকে সেরা নির্বাচিত হয় প্রথম আলো। পুরস্কারজয়ী অন্য পাঁচটি সংবাদমাধ্যমের প্রতিনিধি ও আয়োজকদের সঙ্গে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে

ডিজিটাল আর্কাইভ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন, সাক্ষাৎকার, স্লোগান, মতামত, গ্রাফিতি, ছবি ও ভিডিও নিয়ে প্রথম আলো একটি ডিজিটাল আর্কাইভ তৈরি করে। সাইটটিতে ৩৬ দিনের আন্দোলনের দিনপঞ্জি ও মৃত্যুঞ্জয়ীদের বাছাই করা ২৪টি গল্প রয়েছে। আবু সাঈদ থেকে শুরু করে মুগ্ধ, ফারহানদের কথা আছে সেখানে।

আর্কাইভে একনজরে পাওয়া যাবে জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতের তথ্য-উপাত্ত এবং জুলাই জাগরণ নিয়ে প্রথম আলোর বিশেষ প্রদর্শনী ও নানা স্মৃতিস্মারকের ছবি।

শুরু থেকেই প্রথম আলো জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিষ্ঠার সঙ্গে তুলে ধরেছে। রেখেছে মৃত্যুর হিসাব, করেছে মানবিক ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন। গণ-অভ্যুত্থান নিয়ে বিদ্রোহ-বেদনা ও বীরত্বের কথা উঠে এসেছে সেসব প্রতিবেদনে। দমন-পীড়নের সাহসী ছবি প্রকাশিত হয়েছে অনলাইন ও পত্রিকায়। এসব নিয়ে প্রথম আলোর বিশেষ এই আর্কাইভ সাইটের নাম দেওয়া হয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’। সাইটটির ঠিকানা: https://services.prothomalo.com/bidrohe-biplobe/

ক্যামেরায় বিদ্রোহ ক্যাম্পেইন

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে দেশের সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। সেই সময়ের প্রতিটি ঘটনাই গুরুত্বপূর্ণ, যা শুধু পেশাদার সাংবাদিক, আলোকচিত্রীদের ক্যামেরায় নয়; ধরে রাখা আছে অনেক সাধারণ মানুষের কাছে। এসব দুর্লভ ও সাহসী ছবি-ভিডিও একত্র করার উদ্দেশ্যে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ক্যামেরায় বিদ্রোহে’ নামে একটি পাঠক ‘এনগেজমেন্ট ক্যাম্পেইন’ আয়োজন করা হয়।

এই ক্যাম্পেইনে পাঠকেরা নিজেদের তোলা ছবি ও ভিডিও জমা দিয়েছেন। ১ হাজারের বেশি ছবি থেকে বাছাইপ্রক্রিয়ার মাধ্যমে ১০টি ছবি ও ১০টি ভিডিওকে সেরা নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।

এ ছাড়া জুলাই-আগস্টের অভ্যুত্থানকে নানা শ্রেণি-পেশার মানুষের কাছে তুলে ধরতে প্রথম আলো ‘বিদ্রোহে বিপ্লবে’ নামে একটি বিশেষ ক্রোড়পত্র, চারটি আঞ্চলিক বিশেষ ক্রোড়পত্র, প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চারটি বিশেষ ক্রোড়পত্র, তিনটি ভিডিও তথ্যচিত্র, জুলাই জাগরণ প্রদর্শনী, শহীদ আবু সাঈদকে নিয়ে করা শিল্পী শহীদ কবিরের লিথোগ্রাফ, ফটো জার্নাল বই মুক্ত করো ভয়, প্রথমা প্রকাশন থেকে ছয়টি বইসহ বছরজুড়ে নানা কার্যক্রম করে এসেছে।

জাতীয় স্বাস্থ্য অলিম্পিয়াডে তৃতীয় পুরস্কার

দেশব্যাপী স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ১২টি অঞ্চলের স্কুলশিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় ‘স্বাস্থ্য অলিম্পিয়াড’। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) পরিচালনায় প্রথম আলো স্কুলের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত বিভিন্ন তথ্য ছড়িয়ে দিতে এবং যক্ষ্মারোগের বিস্তার রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউএসএআইডির সহায়তায় এ আয়োজন করা হয়।

আয়োজনটিতে শিক্ষার্থীরা পরীক্ষা, দেয়ালিকা ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের, পরিবারের ও সমাজের মধ্যে যক্ষ্মা ও সার্বিক স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দিয়েছে।

‘বেস্ট ইন শো’ পুরস্কার পেয়েছে ইউক্রেনিয়ান অ্যাসোসিয়েশন

সংবাদপত্র, টেলিভিশন, রেডিও ও ডিজিটাল প্ল্যাটফর্মের সর্বোত্তম ব্যবহার, পাঠকসংযোগ, সাবস্ক্রিপশন মডেল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ব্যবসায়িক উদ্ভাবন এবং ডেটা-ইনসাইটের মতো ক্ষেত্রগুলো বিশেষভাবে মূল্যায়ন করা হয় ইনমার পুরস্কারে।

ইনমা তাদের ছয়টি আঞ্চলিক প্ল্যাটফর্ম—আফ্রিকা, এশিয়া প্যাসিফিক, ইউরোপ, লাতিন আমেরিকা, উত্তর আমেরিকা ও দক্ষিণ এশিয়া থেকে বাছাই করা সেরা উদ্যোগগুলোকে গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডের জন্য বিবেচনা করে।

২০২৫ সালের গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডসের সর্বোচ্চ স্বীকৃতি ‘বেস্ট ইন শো’ পুরস্কার পেয়েছে ইউক্রেনের দ্য অ্যাসোসিয়েশন অব ইনডিপেনডেন্ট রিজিওনাল প্রেস পাবলিশার্স, যারা যুদ্ধের মধ্যে দেশটির আঞ্চলিক প্রকাশকদের টিকে থাকতে নানাভাবে সহায়তা করেছে।

এই আয়োজন সম্পর্কে ইনমার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী পরিচালক আর্ল জে উইলকিনসন বলেন, গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস দেখিয়েছে বর্তমানের দ্রুত পরিবর্তনশীল এবং প্রায়ই চ্যালেঞ্জিং সংবাদজগতে সংবাদমাধ্যম কোম্পানিগুলো কীভাবে দীর্ঘদিনের প্রচলিত ধারা থেকে বেরিয়ে পাঠকদের সঙ্গে আরও ভালোভাবে সংযোগ তৈরি করছে। তিনি বলেন, ‘আমাদের দেখা সবচেয়ে সৃষ্টিশীল ও অনুপ্রেরণাদায়কদের মধ্যে এ বছরের বিজয়ীরা অন্যতম।’

আজওয়াজ খান, নিউইয়র্ক থেকে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.