জাহাজ নির্মাণ শিল্পে দক্ষিণ এশিয়ার মেরিটাইম টেকনলোজিতে বাংলাদেশের নেতৃত্ব দেয়ার সুযোগ এসেছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশের সেমিনারে একথা বলেন তিনি।
দেশের বেসরকারি খাতে জাহাজ নির্মাণ শিল্পের উন্নতি হচ্ছে এবং আন্তর্জাতিক মানের জাহাজ তৈরি করে বাংলাদেশ তা রফতানিও করছে জানিয়ে শিল্প উপদেষ্টা বলেন, পোশাক শিল্পের পর রফতানির আরেকটি বড় খাতে পরিণত হওয়ার সম্ভাবনা জাহাজ নির্মাণ শিল্পের। এখন প্রযুক্তি অনেক উন্নতি হয়েছে। তাই পরিবেশের ক্ষতি না করেও জাহাজ শিল্পের সর্বোচ্চ বিকাশ ঘটতে পারে।
এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, তৈরি পোশাক মালিকরা বিগত সরকারের মধ্যে প্রভাব বিস্তার করেছিলো বলে এ খাতটিই শুধু এগিয়ে গেছে। পোশাক খাতকে বেশি গুরুত্ব দেয়ার কারণে অন্য খাতের এগিয়ে যাবার সুযোগ কাজে লাগানো হয়নি।