থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া ৩৩০৪ অস্ত্র উদ্ধার

0
45
লুট হওয়া ৩৩০৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সরকারের পতনের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলে করে। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা। তবে এখন পর্যন্ত পুলিশ সদর দপ্তরের তথ্যমতে লুট হওয়া ৩৩০৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২৯ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
 
তিনি জানান, সারাদেশ থেকে বিভিন্ন ধরনের ৩৩০৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ২ লাখ ৫০ হাজার ৯৭৪ রাউন্ড গুলি, ২১ হাজার ৩৯৫ টিয়ারশেল এবং ১৯৩৯ সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
 
এদিকে কোনো ব্যক্তির কাছে লুট হওয়া কোনো ধরনের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.