তেজগাঁওয়ে সড়কে শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট

0
8
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
একজন পরিবহন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে ওই এলাকাসহ বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
 
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনিরকে গ্রেপ্তারের করার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা রাস্তায় নেমে আসেন ও তেজগাঁও এবং সাতরাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
 
তারা সড়ক অবরোধ করে প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ করেন। এতে প্রধান কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে অফিস ফেরত যাত্রীদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা রাত সাড়ে ৮টায় সড়ক ছাড়লেও যানজটের রেশ ছিল ১০টার পরও।
 
তেজগাঁও ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর শ্রমিকরা বিক্ষোভ করতে করতে তেজগাঁওয়ের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন। এরপর তিব্বত ও সাতরাস্তা মোড় দখলে নেন। এরপর থেকে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এর ফলে সড়কে আটকে যায় অসংখ্য পরিবহন। ডাইভারশন দিয়েও রাস্তার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারছিল না ট্রাফিক পুলিশ।
 
তেজগাঁও ট্রাফিক বিভাগের শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার (এসি) স্নেহাশিস দাস বলেন, তিব্বত ও সাতরাস্তা মোড় অবরোধ করে রাখা হয়। মূল সড়ক ছাড়া অলিগলিতেও যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। শ্রমিকদের নিবৃত করতে ইতোমধ্যে ক্রাইম বিভাগকে জানানো হয়েছে।
 
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগপন্থি শ্রমিক সংগঠনের নেতা তালুকদার মো. মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি।
 
তিনি বলেন, পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আজ বিকালে তাকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে মনিরের অনুসারী শ্রমিকরা ট্রাক দিয়ে তেজগাঁও সড়ক অবরোধ করেন। তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.