তৃতীয়বারের মতো বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার পর শেখ মাহবুব উর রহমান বলেন, ‘সকাল ৯টা ৭ মিনিটে বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার উদ্দেশ্যে মোট ৩১ জন সাঁতারু সাগরে নামেন। আর আমি চ্যানেল পাড়ি দিয়ে উঠেছি ৩টা ১৭ মিনিটে।’
বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৭ সালে শারীরিক অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে সাঁতার শুরু করেন মাহবুব উর রহমান। এর পর থেকে তিনি নিয়মিত দেশ-বিদেশে বিভিন্ন সাঁতারে অংশ নিচ্ছেন।
এবারের ১৭তম বাংলা চ্যানেল সাঁতার ২০২২-এর আয়োজন করেছে ‘ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা’। এবারের আয়োজনে অংশ নেন ৩১ জন সাঁতারু। এর মধ্যে ২০ জন সাঁতারু সফলভাবে বাংলা চ্যানেল পাড়ি দেন।
এর মধ্যে সবচেয়ে কম সময়ে (৩ ঘণ্টা ৫৩ মিনিট) বাংলা চ্যানেল পাড়ি দেন সাইফুল ইসলাম। তিনি ষষ্ঠবারের মতো সফলভাবে বাংলা চ্যানেল পার হন।
গতকাল কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকত থেকে সাঁতার শুরু হয়। আর এ সাঁতার শেষ হয় সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে। টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের ১৬ দশমিক ১ কিলোমিটার সমুদ্রপথ ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত।