২০০ রানে জিতল আফগানিস্তান, ধবধোলাই বাংলাদেশ
২৯৪ রানের লক্ষ্য। রান তাড়ায় ২৭.১ ওভারে ৯৩ রানে অলআউট হয়ে ঠিক ২০০ রানে হারল বাংলাদেশ। ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটাই রানের হিসাবে সবচেয়ে বড় হার। আগের রেকর্ডটা ১৪২ রানের, ২০২৩ সালে চট্টগ্রামে।
তিন ম্যাচের সিরিজটা ৩–০–তে হেরে আফগানিস্তানের কাছে প্রথমবার ওয়ানডেতে ধবলধোলাই–ও হলো বাংলাদেশ।
হাসান মাহমুদকে উইকেটকিপারের ক্যাচ বানিয়ে ৫ উইকেট পেয়ে গেছেন মাত্রই দ্বিতীয় ওয়ানডে খেলা আফগান পেসার বিলাল সামি।
ওয়ানডেতে ১৬তম বারের মতো ১০০ রানের নিচে অলআউট হলো বাংলাদেশ। তবে ২০১৮ সালের এবারই প্রথম ৫০ ওভারের ম্যাচে তিন অঙ্ক ছুঁতে পারল না বাংলাদেশ। সে বছরের জানুয়ারিতে মিরপুরে শ্রীলঙ্কার কাছে ৮২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।
রানতাড়ায় শুরুটা খারাপ ছিল না বাংলাদেশের। সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম তুলে ফেলেছিলেন ৩৫ রান। নাঈমের বিদায়ের পর পরিস্থিতি বদলে যেতে থাকে। ৪৭ রানে নাজমুলের বিদায়ে নেই দ্বিতীয় উইকেট। তবে ১৭তম ওভারে বোলিংয়ে এসেই রশিদ খান প্রথম বলে উইকেট নেওয়ার পর ধস নামে বাংলাদেশের ইনিংসে। এরপর ১১.১ ওভারে ৩৪ রান তুলতে অলআউট বাংলাদেশ।
আফগান পেসার বিলাল সামি ৩৩ রানে নিয়েছেন ৫ উইকেট। দুই ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিলেন সামি। রশিদ খান নিয়েছেন ১২ রানে ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ৫০ ওভারে ২৯৩/৯ (জাদরান ৯৫, নবী ৬২*, গুরবাজ ৪২; সাইফ ৩/৬, তানভীর ২/৪৬, হাসান ২/৫৭)।
বাংলাদেশ: ২৭.১ ওভারে ৯৩ (সাইফ ৪৩, হাসান ৯; সামি ৫/৩৩, রশিদ ৩/১২)
ফল: আফগানিস্তান ২০০ রানে জয়ী। সিরিজ: ৩–ম্যাচ সিরিজে আফগানিস্তান ৩–০–তে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: বিলাল সামি। ম্যান অব দ্য সিরিজ: ইব্রাহিম জাদরান।