তুরস্কে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬৬

0
5
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের বোলু প্রদেশের কারতালকায়া স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের বোলু প্রদেশের কারতালকায়া স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আরও অর্ধশতাধিক। মঙ্গলবার (২১ জানুয়ারি) তুরস্ক কতৃপক্ষ এ তথ্য জানায়।

রয়টার্সের প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হোটেলের আতঙ্কিত অতিথিরা রশি ব্যবহার করে আগুন থেকে বাঁচার চেষ্টা করে। ফুটেজে জানালাগুলো থেকে বিছানার চাদর ঝুলতেও দেখা গেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এসময় আতঙ্কিত হয়ে ভবন থেকে লাফ দিয়ে প্রাণ হারান দু’জন। অগ্নিনির্বাপণকর্মীরা ১২ তলা ভবনটির আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে এনেছেন।

বোলু শহরের গভর্নর আব্দুল আজিজ আইদিন রাষ্ট্রীয় সম্প্রচারকারী টিআরটি-কে বলেন, রিসোর্টের রেস্তোরাঁর মেঝেতে তুরস্ক সময় ভোর ৩টা ৩০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। কাঠের তৈরি ওই রিসোর্টে সে সময় ২৩৪ জন অতিথি ছিলেন।

দেশব্যাপী দুই সপ্তাহের স্কুল ছুটির শুরুতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। ছুটিতে ইস্তাম্বুল এবং আঙ্কারার কাছাকাছি থেকে স্কিয়াররা সাধারণত বোলু পাহাড়ে ছুটে আসেন।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তকারীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন বলে জানা গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.