ফাইনালের চাপটা নিতে পারেনি পাকিস্তান। বিবর্ণ ব্যাটিংয়ে ১৩৭ রানেই থামে বাবর আজমদের দল। ইংল্যান্ডের জন্য যেটি মামুলি টার্গেটই হওয়ার কথা। তবে সহজ এই টার্গেটে ব্যাট করতে নেমেই বিপদে পড়তে যাচ্ছে ইংল্যান্ড। ৪৫ রানেই ৩ উইকেট হারিয়েছে তারা।
প্রথম ওভারে অ্যালেক্স হেলসকে (১) বোল্ড করেন শাহিন শাহ আফ্রিদি। এরপর নিজের প্রথম ওভারে ইংল্যান্ডের দ্বিতীয় উইকেট তুলে হ্যারিস রউফ। ফিল সল্ট ৯ বলে ১০ রান করে ইফতিখার আহমেদের ক্যাচ হন। জস বাটলারকে নিজের দ্বিতীয় শিকার বানালেন হ্যারিস রউফ। ১৭ বলে ৩ চার ও ১ ছয়ে ২৬ রান করে আউট ইংল্যান্ড অধিনায়ক।
১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৭ রানে ব্যাট করছে ইংল্যান্ড। ১৪ রানে হ্যারি ব্রুক ও স্টোকস ব্যাট করছেন ১৭ রানে।
এর আগে ইংল্যান্ডের কাছে টস হেরে ১৩৮ রানের লক্ষ্য দাঁড় করাতে পেরেছে পাকিস্তান।
পাকিস্তান এবং ইংল্যান্ড-দুই দলই এর আগে একবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছে। ২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত তার ঠিক পরের আসরে (২০১০) শিরোপা ঘরে তোলে ইংল্যান্ড। অর্থাৎ দুই দলের সামনেই এবার দ্বিতীয় শিরোপার হাতছানি।


















