তারাগঞ্জের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, যানজটে ভোগান্তি

0
10
রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের পাকারপুল এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ

রংপুরের তারাগঞ্জ উপজেলার যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। এ সময় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দুর্ভোগের সৃষ্টি হয়।

আজ বুধবার বেলা সোয়া তিনটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাকারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী যাত্রীবাহী সোনারতরী বাস তারাগঞ্জের ইকরচালী ইউনিয়নের পাকারপুলে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী ফাহিম মোটরসের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চালক, যাত্রীসহ অন্তত ১০ জন আহত হন।

সরেজিমনে দেখা যায়, মুখোমুখি সংঘর্ষের পর মহাসড়কের দুই পাশে যান আটকা পড়ে। বাস চলাচল স্বাভাবিক করতে সেনাবাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যায়। এ সময় দুর্ঘটনাকবলিত বাস দুটি দেখতে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করে।

প্রত্যক্ষদর্শী ফকিরপাড়া গ্রামের হযরত আলী বলেন, তাঁরা মাঠে ধানখেতে কাজ করছিলেন। একটি বাস একটি পিকআপকে ওভারটেক (অতিক্রম) করার সময় সোনারতরী বাসে এসে লাগিয়ে দেয়। তিনি আরও বলেন, ‘আল্লাহর রহমতে কেউ মারা যায় নাই। যাদের হাত-মাথা ফেটেছে, আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। মুখোমুখি সংঘর্ষ হওয়া বাস দুটি সড়ক থেকে সরানোর কাজ চলছে। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.