‘গা ছুঁয়ে বলো’র সৃষ্টি কীভাবে হলো?
গানটা বেশ আগেই করেছিলাম, তবে সিনেমার জন্য নয়; ভালো লাগা থেকে করে রেখেছিলাম। একদিন রায়হান রাফী বললেন, রোমান্টিক ঘরানার একটা গান লাগবে। গানটি শোনালাম। রাফীসহ প্রযোজক পছন্দ করলেন। আমার কথা ও সুরে আমার সঙ্গে গেয়েছেন অবন্তী সিঁথি। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। ২০১৫ সাল থেকে রাফীর সঙ্গে চেনাজানা, ২০১৬ সালে আমার ‘মিথ্যা শিখালি’ গানের ভিডিওচিত্র নির্মাণ করেছেন রাফী। এরপর রাফী বেশ কয়েকটি সিনেমা করেছেন, তবে আমার গান করা হয়নি।
সিনেমার গান করতে এক যুগ সময় নিলেন কেন?
গাওয়ার পাশাপাশি আমার বেশির ভাগ গানই আমি লিখি, গানের ভিডিও চিত্রে মডেলিং করি। আমার মনে হয়, সিনেমার গান অনেক বড় ব্যাপার, সেটা নিয়ে অনেক চিন্তাভাবনা ছিল। ভালো সুযোগের অপেক্ষায় ছিলাম। আফরান নিশো ভাইয়ের প্রথম সিনেমায় আমার প্রথম গান, এটা মানুষ মনে রাখবেন।
‘সুড়ঙ্গ’ দেখেছেন?
এখনো দেখতে পারিনি। দেখার কথা ছিল, কিন্তু গ্রামের বাড়িতে আসতে হয়েছে। ঢাকায় ফিরেই দেখব।
সিনেমার গানে আপনাকে নিয়মিত পাওয়া যাবে?
অবশ্যই। শুধু প্রেমের গান নয়, দেশের গান, ফোক গান করার ইচ্ছা আছে; যেটাই করি, ভালো কাজ করার চেষ্টা করব।
অনেকে বলছেন, মহামারির পর সংগীতাঙ্গন বেশ চাঙা হয়ে উঠেছে। একক গান ও প্লেব্যাকের পাশাপাশি শিল্পীদের কনসার্টও বেড়েছে।
এটা খুবই ভালো। কোভিডের মধ্যে কনসার্ট হয়নি, এই সময় শিল্পীদেরই হিমশিম খেতে হয়েছে। মিউজিশিয়ানদের অবস্থা আরও খারাপ ছিল, শো থেকে উপার্জনের অর্থে তাঁদের সংসার চলে। কনসার্ট বাড়ার পর তাঁদেরও ভালো হয়েছে, আমরা নিয়মিত শো করছি।
তবে অনেক শিল্পীর নিজের কোনো মৌলিক গান নেই, অন্যদের জনপ্রিয় গান দিয়েই মূলত শো চালিয়ে নিচ্ছেন বলে অভিযোগ আছে।
আমি সব সময় নিজের গান গাওয়ার চেষ্টা করি। অনেকে শোতে পুরোনো গান করেন, এমনকি মূল শিল্পীদের নামও উল্লেখ করার প্রয়োজন বোধ করেন না। এটা ঠিক নয়। যাঁরা অন্যদের গান করেন, তাঁরা শিল্পী নন, কাভার সিঙ্গার। নিজের গান দিয়েই শো করা উচিত।
গানের ভিডিও চিত্রে নিয়মিত মডেল হিসেবে দেখা যায়, নাটক–সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান না?
অনেক প্রস্তাব পেয়েছি, তবে করা হয়নি। পছন্দ হলে দুয়েকটা কাজ করতেও পারি। কিন্তু গানই আমার মূল কাজ।
কাদের গান শোনেন, কাদের গান ভালো লাগে?
ছোটবেলায় লাকী আখান্দ, আর্ক, এলআরবি, ওয়ারফেজ, দলছুটের গান শুনেছি। শিল্পীদের মধ্যে হাবিব ওয়াহিদ, মিলা, কনা আপুর গান ভালো লাগে। দেশের বাইরে নুসরাত ফতেহ আলী খান, মাইকেল জ্যাকসন, এ আর রহমানের গান শুনি।
সামনে আপনার কী গান আসছে?
বেশ কটি কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে, কলকাতারও একটা গান করছি। সিএমভি, সিডি চয়েস, সংগীতাসহ বেশ কয়েকটি কোম্পানির গান করেছি। কনা আপুর সঙ্গে একটি দ্বৈত গান করেছি।