তাঁকে বলা হয় ওটিটি ‘রানি’। বিশেষ করে ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ শ্রিয়া পিলগাঁওকরকে খ্যাতির তুঙ্গে পৌঁছে দিয়েছে। এরপর একের পর এক সিরিজে নজর কেড়েছেন শ্রিয়া। সম্প্রতি ‘তাজা খবর’ সিরিজে অভিনয় করে বাহবা কুড়াতে ব্যস্ত তিনি। তবে প্রশংসার পাশে সমালোচনাকেও খোলা মনে স্বাগত জানান এই অভিনেত্রী।
শ্রিয়ার রক্তে অভিনয়। কারণ, তাঁর মা খ্যাতনামা অভিনেত্রী সুপ্রিয়া পিলগাঁওকর ও বাবা অভিনেতা শচীন পিলগাঁওকর। ছোট থেকে বাবা-মায়ের অভিনয় দেখে বড় হওয়া শ্রিয়া বলেন, ‘ছোট থেকেই আমি শিল্পমনস্ক। মঞ্চ সব সময় আকর্ষণ করত। মঞ্চেই আমি স্বচ্ছন্দ থাকতাম। স্কুলে প্রচুর নাটক করতাম। বাবা প্রচুর সিনেমা দেখাতেন। এমনকি আমরা দুজনে বসে অ্যানিমেশন ছবিও দেখতাম। বাবা গুরু দত্ত ও দেব আনন্দের ছবি দেখাতেন। এ ছাড়া ইংরেজি ক্ল্যাসিক ছবি প্রচুর দেখতাম।’