তরেসের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের দুইয়ে বার্সেলোনা

0
105
তরেসের জোড়া গোল বার্সেলোনা
লা লিগায় সবশেষ পাঁচ ম্যাচে কেবল একটিতে জয় পেয়েছে বার্সেলোনা। আর চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ষষ্ঠ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে কাতালানরা। এতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান দখল করেছে স্প্যানিশ জায়ান্টরা। জোড়া গোল করে এই ম্যাচে জয়ের নায়ক ফেররান তরেস।
 
বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে প্রতিপক্ষে মাঠে ম্যাচের চতুর্দশ মিনিটে বড় সুযোগ পায় বার্সেলোনা। ডান দিক থেকে বক্সে দারুণ পাস দেন লামিনে ইয়ামাল। ছুটে গিয়ে ওয়ান-অন-ওয়ানে শট লক্ষ্যে রাখতে পারেননি রাফিনিয়া।
 
১৭তম মিনিটে সুবর্ণ সুযোগ হারান ডর্টমুন্ডের মার্সেলো সাবিৎজার। সতীর্থের পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে উড়িয়ে মারেন অস্ট্রিয়ান মিডফিল্ডার। তিন মিনিট পর ইয়ামালের নিচু শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক গ্রেগর কোবেল। ৩৬তম মিনিটে জুল কুন্দের প্রচেষ্টাও রুখে দেন তিনি।
 
৪০তম মিনিটে কাছ থেকে গুরাসির হেড দারুণভাবে ফিরিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া। পরে অবশ্য অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। প্রথমার্ধে কোনো গোল না হওয়ায় সমতা রেখেই বিরতিতে যায় দু্ই দল।
 
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই এগিয়ে যায় বার্সেলোনা। ৫২তম মিনিটে দানি ওলমোর থ্রু বল ধরে বক্সে ঢুকে চমৎকার শটে ঠিকানা খুঁজে নেন রাফিনিয়া। চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল হলো ১৭টি।
 
তবে ব্যবধান ধরে রাখতে পারেনি সফরকারীরা। ছয় মিনিট পর ডিফেন্ডার পাউ কুবার্সি বক্সে গুরাসিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ঠাণ্ডা মাথার স্পট কিকে সমতা টানেন গুরাসি নিজেই। ৭০তম মিনিটে ওলমোর শট ফিরিয়ে দেন কোবেল। ফিরতি বলে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে রবের্ত লেভানদোভস্কির শট প্রতিহত হয় রক্ষণে।
 
পরক্ষণেই লেভানদোভস্কি, রাফিনিয়া ও ওলমোকে তুলে ফেররান তরেস, ফ্রেংকি ডি ইয়ং ও ফের্মিন লোপেসকে নামান বার্সেলোনা কোচ। বদলি নামার চার মিনিটের মাথায় দলকে এগিয়ে নেন ফেররান। ডান দিকের বাইলাইনের কাছ থেকে কুন্দের কাট-ব্যাকে ফের্মিনের ভলি কোবেল ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল কাছ থেকে জালে পাঠান ফেররান তরেস।
 
তিন মিনিট পর আবার সমতা ফেরায় ডর্টমুন্ড। বার্সেলোনার ভুল পাসে বল পেয়ে আক্রমণে ওঠে স্বাগতিকরা। বক্স ছেড়ে বেরিয়ে এসে পাসকল গ্রুসকে আটকানোর চেষ্টায় পারেননি পেনিয়া। সতীর্থের পাসে ফাঁকা জালে বল পাঠান গুরাসি।
 
৮৫তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে আবার লিড পুনরুদ্ধার করে বার্সেলোনা। মাঝমাঠ থেকে বল ধরে ফের্মিন খুঁজে নেন ইয়ামালকে। এই উইঙ্গারের চমৎকার পাস ধরে বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলটি করেন ফেররান।
 
এতে ৬ ম্যাচে ৫ জয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ১৫। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তিনে আর্সেনাল। ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে গতবারের রানার্সআপ ডর্টমুন্ড।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.