ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম ভূঞাঁর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতেও নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সোমবার এই আদেশ দেন। আদালতে তরিকুলের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ওজি উল্লাহ।
গত ১৮ জুন স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম ভূঞাঁসহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে মনোনয়ন বাছাই শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। পরে স্বতন্ত্র প্রার্থী তরিকুলের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নির্বাচন কমিশনও বহাল রাখে। এর বিরুদ্ধে সোমবার তিনি হাইকোর্ট রিট দায়ের করেন। রিটে তার মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। ওই রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।